রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে কাঠবোঝাই চলন্ত ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-০৭৯৯) লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। তাতে ট্রাকচালক সৈয়দ আলম (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শালবন এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, আহত ট্রাকচালককে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, আহত ট্রাকচালক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর পা ভেদ করে চলে গেছে। চালক আশঙ্কামুক্ত।
ট্রাকে থাকা আরেক চালক মো. জাকির হোসেন (৪৫) বলেন, ‘সকালে সেগুন কাঠভর্তি ট্রাক নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ট্রাকটি সৈয়দ আলম চালাচ্ছিল। আমি পাশের সিটে বসে ছিলাম। ট্রাকটি মানিকছড়ি পার হয়ে সকাল ৯টার দিকে সাপছড়ি মোন পাহাড়ে ওঠার সময় সড়কের পশ্চিম প্রান্ত থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা।’
জাকির হোসেন আরও বলেন, গুলিতে ট্রাকের দুটি চাকা ফুটো হয়ে যায়। অল্পের জন্য ট্রাকটি উল্টে পড়েনি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। আহত আলমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন ট্রাকচালক ও শ্রমিকেরা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তাঁরা। এলাকাবাসীর ধারণা, চাঁদার জন্য সন্ত্রাসীরা এ কাজ করেছে।
রাঙামাটিতে কাঠবোঝাই চলন্ত ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-০৭৯৯) লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। তাতে ট্রাকচালক সৈয়দ আলম (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শালবন এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, আহত ট্রাকচালককে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, আহত ট্রাকচালক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর পা ভেদ করে চলে গেছে। চালক আশঙ্কামুক্ত।
ট্রাকে থাকা আরেক চালক মো. জাকির হোসেন (৪৫) বলেন, ‘সকালে সেগুন কাঠভর্তি ট্রাক নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ট্রাকটি সৈয়দ আলম চালাচ্ছিল। আমি পাশের সিটে বসে ছিলাম। ট্রাকটি মানিকছড়ি পার হয়ে সকাল ৯টার দিকে সাপছড়ি মোন পাহাড়ে ওঠার সময় সড়কের পশ্চিম প্রান্ত থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা।’
জাকির হোসেন আরও বলেন, গুলিতে ট্রাকের দুটি চাকা ফুটো হয়ে যায়। অল্পের জন্য ট্রাকটি উল্টে পড়েনি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। আহত আলমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন ট্রাকচালক ও শ্রমিকেরা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তাঁরা। এলাকাবাসীর ধারণা, চাঁদার জন্য সন্ত্রাসীরা এ কাজ করেছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৫ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫