মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
অপরাধ দমনে নজরদারি বাড়াতে মিরসরাই পৌরসভার বিভিন্ন পয়েন্টে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ৩০টি স্পটে পিলারের সঙ্গে দৃশ্যমান ক্যামেরাগুলোর মধ্যে এখন প্রায় সবগুলো নষ্ট। ক্যামেরা থাকলেও সিসি টিভি ফুটেজ না থাকায় অপরাধ তদন্তে সুফল পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খোঁজ নিয়ে জানা যায়, মিরসরাই থানার অনুরোধে ২০১৬ সালে পৌরসভার মহাসড়ক এলাকা, বাজার রোড, উপজেলা পরিষদের প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ স্থানে ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা পৌরসভার অর্থায়নে স্থাপন করা হয়। নিয়ন্ত্রণ ও কন্ট্রোল রুম স্থাপন করা হয় মিরসরাই থানায়। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সব কটি ক্লোজ সার্কিট ক্যামেরা অকেজো। ক্যামেরাগুলো মেরামত করার জন্য মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজবুর রহমান (পিপিএম) মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিনকে গত ৪ জানুয়ারি চিঠি দিয়ে লিখিতভাবে জানিয়েছেন।
লিখিত পত্রে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘পৌরসভার ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো আমি এ থানায় যোগদানের পর হতে আপনাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনার কোনো উদ্যোগ আজ পর্যন্ত পরিলক্ষিত হয়নি।’
সম্প্রতি পৌর এলাকায় কয়েকটি বাসা ও দোকানে চুরির ঘটনা ঘটে। সেই সঙ্গে বাড়ছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। এসব ঘটনায় থানায় মামলার পর দ্রুত অপরাধী শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সিসি ক্যামেরার ফুটেজ না থাকায় অপরাধী ধরতে দেরি হয়। এতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। চলতি বছরে একাধিক চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের কোনো সিসি টিভি ফুটেজ পায়নি পুলিশ।
বাজারের পরিচালনা কমিটির সহসভাপতি মেজবা উল আলম জানান, বাজারের ক্যামেরাগুলো সচল রাখা জরুরি। ক্যামেরার কারণে অপরাধ করতে অপরাধীরা ভয় পায়। থানার নিয়ন্ত্রণে থাকার পরও শুধু সঠিক মনিটরিংয়ের অভাবে ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান (পিপিএম) জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের জন্য সিসি টিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সিসি টিভি ক্যামেরাগুলো নষ্ট হওয়ায় যে উদ্দেশ্যে এসব লাগানো হয়েছে তার সুফল পাওয়া যাচ্ছে না। ক্যামেরাগুলোর মান ভালো নয়, ছবিও অস্পষ্ট। এর কন্ট্রোল রুম, পাসওয়ার্ড পৌরসভার নিয়ন্ত্রণে। তখনকার ওসি কী কারণে পৌরসভায় নিয়ন্ত্রণ রেখেছেন জানা নেই।
মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন জানান, পৌরসভার নিজস্ব অর্থায়নে ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়। চার বছর ধরে পৌরসভার নিজস্ব খরচে ক্যামেরাগুলো সার্ভিসিং করা হচ্ছে।
ক্যামেরার সব নিয়ন্ত্রণ, কন্ট্রোল রুম থানায় থাকার পরও পুলিশ নিজেদের অপরাধ ঢাকার জন্য পৌরসভাকে চিঠি লিখে দোষ চাপায়। রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্ব থানা-পুলিশ নেয় না।
অপরাধ দমনে নজরদারি বাড়াতে মিরসরাই পৌরসভার বিভিন্ন পয়েন্টে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ৩০টি স্পটে পিলারের সঙ্গে দৃশ্যমান ক্যামেরাগুলোর মধ্যে এখন প্রায় সবগুলো নষ্ট। ক্যামেরা থাকলেও সিসি টিভি ফুটেজ না থাকায় অপরাধ তদন্তে সুফল পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খোঁজ নিয়ে জানা যায়, মিরসরাই থানার অনুরোধে ২০১৬ সালে পৌরসভার মহাসড়ক এলাকা, বাজার রোড, উপজেলা পরিষদের প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ স্থানে ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা পৌরসভার অর্থায়নে স্থাপন করা হয়। নিয়ন্ত্রণ ও কন্ট্রোল রুম স্থাপন করা হয় মিরসরাই থানায়। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সব কটি ক্লোজ সার্কিট ক্যামেরা অকেজো। ক্যামেরাগুলো মেরামত করার জন্য মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজবুর রহমান (পিপিএম) মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিনকে গত ৪ জানুয়ারি চিঠি দিয়ে লিখিতভাবে জানিয়েছেন।
লিখিত পত্রে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘পৌরসভার ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো আমি এ থানায় যোগদানের পর হতে আপনাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনার কোনো উদ্যোগ আজ পর্যন্ত পরিলক্ষিত হয়নি।’
সম্প্রতি পৌর এলাকায় কয়েকটি বাসা ও দোকানে চুরির ঘটনা ঘটে। সেই সঙ্গে বাড়ছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। এসব ঘটনায় থানায় মামলার পর দ্রুত অপরাধী শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সিসি ক্যামেরার ফুটেজ না থাকায় অপরাধী ধরতে দেরি হয়। এতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। চলতি বছরে একাধিক চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের কোনো সিসি টিভি ফুটেজ পায়নি পুলিশ।
বাজারের পরিচালনা কমিটির সহসভাপতি মেজবা উল আলম জানান, বাজারের ক্যামেরাগুলো সচল রাখা জরুরি। ক্যামেরার কারণে অপরাধ করতে অপরাধীরা ভয় পায়। থানার নিয়ন্ত্রণে থাকার পরও শুধু সঠিক মনিটরিংয়ের অভাবে ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান (পিপিএম) জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের জন্য সিসি টিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সিসি টিভি ক্যামেরাগুলো নষ্ট হওয়ায় যে উদ্দেশ্যে এসব লাগানো হয়েছে তার সুফল পাওয়া যাচ্ছে না। ক্যামেরাগুলোর মান ভালো নয়, ছবিও অস্পষ্ট। এর কন্ট্রোল রুম, পাসওয়ার্ড পৌরসভার নিয়ন্ত্রণে। তখনকার ওসি কী কারণে পৌরসভায় নিয়ন্ত্রণ রেখেছেন জানা নেই।
মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন জানান, পৌরসভার নিজস্ব অর্থায়নে ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়। চার বছর ধরে পৌরসভার নিজস্ব খরচে ক্যামেরাগুলো সার্ভিসিং করা হচ্ছে।
ক্যামেরার সব নিয়ন্ত্রণ, কন্ট্রোল রুম থানায় থাকার পরও পুলিশ নিজেদের অপরাধ ঢাকার জন্য পৌরসভাকে চিঠি লিখে দোষ চাপায়। রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্ব থানা-পুলিশ নেয় না।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে