ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে ফাতেমা আক্তার (৪২) নামে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়েছে। আজ রোববার এ ঘটনায় ফুলগাজী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাত আড়াইটার দিকে ফুলগাজীর জিএম হাট ইউনিয়নের নুরপুর গ্রামে সৌদিপ্রবাসী ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ফারুকের স্ত্রী ফাতেমা আক্তার।
গৃহবধূর স্বজনেরা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ও স্থানীয়রা তাঁকে পাশের বাড়ির উঠান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ২টার দিকে লাইলাতুল কদরের নামাজ পড়ছিলেন ফাতেমা। পোড়া গন্ধ পেয়ে মেয়েদের ডেকে নিয়ে ঘরের বাইরে গেলে দেখতে পান খড়ের গাদায় আগুন জ্বলছে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে চলে যায়।
এর প্রায় ১৫ মিনিট পরে ঘরে থাকা দুই মেয়ে চিৎকার করে বলে তার মাকে খুঁজে পাচ্ছে না। সন্ত্রাসীরা ফাতেমাকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে তারা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর রক্তাক্ত অবস্থায় পাশের একটি বাড়ির উঠান থেকে ফাতেমাকে উদ্ধার করে।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, ফুলগাজী থেকে ফাতেমা নামে এক রোগীকে মুমূর্ষু অবস্থায় আনা হয়। তাঁর মাথায়, হাতে, পাসহ শরীরের বেশ কিছু স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর মেয়ে ফারহানা আক্তার জানান, সম্পত্তির বিরোধের জেরে তার মায়ের ওপর হামলা চালিয়ে নির্যাতন করেছেন খোকন মজুমদার। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফুলগাজী থানায় আজ সকালে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে খোকন মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁদের (গৃহবধূ) সঙ্গে আমার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে এ কারণে আমার নাম আসা স্বাভাবিক। তবে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘নির্যাতিত ওই গৃহবধূর সঙ্গে জায়গা-জমিসংক্রান্ত একটি বিরোধ রয়েছে বাড়ির পাশে খোকন মজুমদারের সঙ্গে। স্থানীয়দের সঙ্গে আলাপ করে আমরা জানতে পেরেছি, ঈদের পরে সম্পত্তির বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা। এ ঘটনার জেরে তাঁর ওপর হামলা হয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখছি। ভুক্তভোগীর মেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।’
ফেনীর ফুলগাজীতে ফাতেমা আক্তার (৪২) নামে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়েছে। আজ রোববার এ ঘটনায় ফুলগাজী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাত আড়াইটার দিকে ফুলগাজীর জিএম হাট ইউনিয়নের নুরপুর গ্রামে সৌদিপ্রবাসী ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ফারুকের স্ত্রী ফাতেমা আক্তার।
গৃহবধূর স্বজনেরা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ও স্থানীয়রা তাঁকে পাশের বাড়ির উঠান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ২টার দিকে লাইলাতুল কদরের নামাজ পড়ছিলেন ফাতেমা। পোড়া গন্ধ পেয়ে মেয়েদের ডেকে নিয়ে ঘরের বাইরে গেলে দেখতে পান খড়ের গাদায় আগুন জ্বলছে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে চলে যায়।
এর প্রায় ১৫ মিনিট পরে ঘরে থাকা দুই মেয়ে চিৎকার করে বলে তার মাকে খুঁজে পাচ্ছে না। সন্ত্রাসীরা ফাতেমাকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে তারা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর রক্তাক্ত অবস্থায় পাশের একটি বাড়ির উঠান থেকে ফাতেমাকে উদ্ধার করে।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, ফুলগাজী থেকে ফাতেমা নামে এক রোগীকে মুমূর্ষু অবস্থায় আনা হয়। তাঁর মাথায়, হাতে, পাসহ শরীরের বেশ কিছু স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর মেয়ে ফারহানা আক্তার জানান, সম্পত্তির বিরোধের জেরে তার মায়ের ওপর হামলা চালিয়ে নির্যাতন করেছেন খোকন মজুমদার। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফুলগাজী থানায় আজ সকালে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে খোকন মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁদের (গৃহবধূ) সঙ্গে আমার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে এ কারণে আমার নাম আসা স্বাভাবিক। তবে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘নির্যাতিত ওই গৃহবধূর সঙ্গে জায়গা-জমিসংক্রান্ত একটি বিরোধ রয়েছে বাড়ির পাশে খোকন মজুমদারের সঙ্গে। স্থানীয়দের সঙ্গে আলাপ করে আমরা জানতে পেরেছি, ঈদের পরে সম্পত্তির বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা। এ ঘটনার জেরে তাঁর ওপর হামলা হয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখছি। ভুক্তভোগীর মেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫