Ajker Patrika

সরকারি ওষুধ চুরির অভিযোগে চমেক হাসপাতালের তিন কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২: ২৬
সরকারি ওষুধ চুরির অভিযোগে চমেক হাসপাতালের তিন কর্মচারী গ্রেপ্তার

সরকারি ওষুধ চুরির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২২ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন হাসপাতালের টিকিট কাউন্টারের অফিস সহায়ক আজিজুর রহমান (৫০), ফার্মেসি কর্মী দাউদ ইসহাক (৫২) ও বিদ্যুৎ মিস্ত্রি সাইমন হোসাইন (৪২)। তাঁদের মধ্যে আজিজুর চট্টগ্রামের মিরসরাই উপজেলার, দাউদ রাঙ্গুনিয়া উপজেলার ও সাইমন পটিয়া উপজেলার বাসিন্দা। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তরা সবাই হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী। মঙ্গলবার দুপুরে হাসপাতালের সরকারি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যাওয়ার সময় আনসার সদস্যদের সহায়তায় আজিজুরকে আটক করা হয়। এ সময় তাঁকে তল্লাশি করে ১৪ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে চট্টেশ্বরী রোডের লিচুবাগান এলাকায় হাসপাতালের স্টাফ কোয়ার্টারে আজিজুরের বাসায় অভিযান চালিয়ে আরও ৮ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দাউদ ইসহাক ও সাইমন হোসাইনকে আটক করা হয়। 

নুরুল আলম আশেক আরও বলেন, জিজ্ঞাসাবাদে আজিজ জানিয়েছেন দাউদ ইসহাক ফার্মেসি থেকে ওষুধ চুরি করে আজিজুল ও সাইমনকে দেন। পরে তাঁরা চোরাই ওষুধগুলো বিক্রি করে নিজেরা টাকা ভাগাভাগি করে নেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত