Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে বাড়ি ফিরে দফায় দফায় সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১২: ১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে বাড়ি ফিরে দফায় দফায় সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাসজমির দখল নিয়ে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়েছে। 

নিহত ব্যক্তির নাম মো. জামাল মিয়া। তিনি উপজেলার ভোলাকোট ইউনিয়নের খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। 

আজ শনিবার ৭টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় সরকারি খাস জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও চলমান। ঈদের সময় উভয় পক্ষের লোকজন বাড়িতে আসায় সংঘবদ্ধভাবে এই খাসজমির দখল নিতে যায়। দুই পক্ষ খাসজমি নিজেদের বলে দাবি করায় বাঁধে সংঘর্ষ। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ তিন দফা সংঘর্ষে জড়ায়। এতে জামাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

ইউপি সদস্য রব মিয়ার পক্ষের আহতরা হলেন—মরম মিয়া, বিলকিস বেগম, মারাজ মিয়া, মনোয়ারা বেগম, সাগর মিয়া, জুরু মিয়া, সারু মিয়া, উজ্জ্বল মিয়া, সাগর মিয়া, রমজান মিয়া, জিল্লু মিয়া, জানু মিয়া। 

আব্দুল হামিদের পক্ষের আহতদের মধ্যে রাজিব মিয়া, ইদ্রিস মিয়া, শফিক মিয়ার নাম জানা গেছে। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, সরকারি খাসজমি দখল নিতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে রব মিয়ার পক্ষের জামাল ঘটনাস্থলে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই মামলা করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত