চট্টগ্রাম রেলস্টেশন থেকে কিশোর ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ মে ২০২১, ১২: ৪৪
Thumbnail image

চট্টগ্রাম: নগরীতে ছিনতাইয়ের অভিযোগে তিন কিশোরসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনের পেছনে একটি মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিন কিশোরের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। বাকি দু’জনের নাম মো. রুবেল (২৪) ও মনির হোসেন ওরফে কালা মনির (২১)।

গ্রেপ্তার হওয়া কিশোরদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকাকোতয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, রেলস্টেশনে তিন কিশোরসহ পাঁচজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানায়, গভীর রাত থেকে ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পথচারী, রিকশার যাত্রীদের টার্গেট করে ছিনতাই করেন।

এ ঘটনায় কোতয়ালি থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত