নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ট্টগ্রাম নগরীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকা থেকে মো. মনির (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার র্যাব-৭-এর মুখপাত্র মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অটোরিকশাচালক মনির কুমিল্লার দেবীদ্বার থানার ফইয়াবাড়ীর মৃত আব্দুর রশিদের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে অক্সিজেন এলাকায় ডিউটি শেষ করে আগ্রাবাদে বাসায় ফিরছিলেন পুলিশ কনস্টেবল ফরিদ উদ্দীন। পথে ডবলমুরিং এলাকায় ছিনতাইকারীরা তাঁর পথ রোধ করে মালামাল কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীর তাঁকে ছুরিকাঘাতে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য ফরিদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পলিশের উপপরিদর্শক আমিনুল হক বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেপ্তার করে তখন। পরে অবশ্য এদের পাঁচজন জামিন পান। তাঁদের মধ্যে অটোরিকশাচালক মনির ছিলেন হত্যাকাণ্ডের অন্যতম সহযোগী । তিনি ঘটনার সময় ছিনতাইকারীদের অটোরিকশায় করে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭-এর মুখপাত্র মো. নূরুল আবছার জানান, মামলাটির তদন্ত চলাকালে মো. নাছির ও মো. রাজিব নামে দুই আসামি মারা যান। পরে পুলিশ বাকি চারজনের বিরুদ্ধে ২০১৫ সালের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়। এ বছরের ৭ মে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভুঁঞা এ মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এদের মধ্যে মো. মাবুদ রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন এবং জসিম উদ্দিন রাজু ও অর্জুন দে পলাতক ছিলেন। অপর পলাতক আসামি মনিরকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আসামি মনিরের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ট্টগ্রাম নগরীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকা থেকে মো. মনির (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার র্যাব-৭-এর মুখপাত্র মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অটোরিকশাচালক মনির কুমিল্লার দেবীদ্বার থানার ফইয়াবাড়ীর মৃত আব্দুর রশিদের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে অক্সিজেন এলাকায় ডিউটি শেষ করে আগ্রাবাদে বাসায় ফিরছিলেন পুলিশ কনস্টেবল ফরিদ উদ্দীন। পথে ডবলমুরিং এলাকায় ছিনতাইকারীরা তাঁর পথ রোধ করে মালামাল কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীর তাঁকে ছুরিকাঘাতে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য ফরিদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পলিশের উপপরিদর্শক আমিনুল হক বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেপ্তার করে তখন। পরে অবশ্য এদের পাঁচজন জামিন পান। তাঁদের মধ্যে অটোরিকশাচালক মনির ছিলেন হত্যাকাণ্ডের অন্যতম সহযোগী । তিনি ঘটনার সময় ছিনতাইকারীদের অটোরিকশায় করে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭-এর মুখপাত্র মো. নূরুল আবছার জানান, মামলাটির তদন্ত চলাকালে মো. নাছির ও মো. রাজিব নামে দুই আসামি মারা যান। পরে পুলিশ বাকি চারজনের বিরুদ্ধে ২০১৫ সালের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়। এ বছরের ৭ মে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভুঁঞা এ মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এদের মধ্যে মো. মাবুদ রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন এবং জসিম উদ্দিন রাজু ও অর্জুন দে পলাতক ছিলেন। অপর পলাতক আসামি মনিরকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আসামি মনিরের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪