Ajker Patrika

চালকের ইটের আঘাতে অপর চালকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৪: ১৭
চালকের ইটের আঘাতে অপর চালকের মৃত্যু

কুমিল্লা নগরীর মোগলটুলী প্রেসক্লাব-সংলগ্ন মাইক্রোস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এক চালকের ইটের আঘাতে অপর চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগরীর প্রেসক্লাব-সংলগ্ন মাইক্রোস্ট্যান্ডে মো. পলিন নামে এক মাইক্রোচালকের সঙ্গে আরেক চালক মো. লিটন মিয়ার ভাড়া নিয়ে দ্বন্দ্ব হয়। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে পলিন একটি ইট দিয়ে লিটনের মাথার পেছনে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় লিটনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ৮টায় কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত লিটন নগরীর গয়ামবাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। পলিন ও লিটন সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলিন পলাতক রয়েছেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত পলিন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত