Ajker Patrika

কবিরহাটে শিশু ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৪: ১৩
কবিরহাটে শিশু ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল শনিবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কবিরহাট থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার কিশোর ওই এলাকার বাবুলের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোর শিশুটিকে প্রথমে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে শনিবার বিকেলে পুনরায় সে গাছ থেকে কালো জাম পেড়ে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ঝোপের ভেতরে নিয়ে যায় ওই শিশুকে। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই কিশোরকে আটক এবং শিশুটিকে উদ্ধার করে। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। আজ রোববার সকালে গ্রেপ্তার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত