চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির অভিযানে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীসহ ৩০ জনকে আটক করা হয়েছে। বহিরাগতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। গতকাল শনিবার দিনব্যাপী এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। তা ছাড়া এ সময় ১১টি মোবাইল ফোন, ২৮টি মোটরসাইকেল ও দুটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসে নিয়মিত অভিযানে বায়োলজিক্যাল পুকুরপাড়, সমাজবিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চ, বোটানিক্যাল পুকুরপাড় ও অতীশ দীপঙ্কর হল এলাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থানরত ১০টি মাদকসেবী গ্রুপ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ গাড়িগুলোর কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হয়। তবে দুটি গাড়ি আটক রাখা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে জিম্মানামা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
সহকারী প্রক্টর ড. লিটন মিত্র বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে ৩০ জনের বেশি বহিরাগতকে উচ্ছৃঙ্খল অবস্থায় আটক করি। বহিরাগত হোক বা শিক্ষার্থী, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স।’
লিটন মিত্র আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের কাছ থেকে আমরা মাদকদ্রব্য পেয়েছি, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির অভিযানে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীসহ ৩০ জনকে আটক করা হয়েছে। বহিরাগতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। গতকাল শনিবার দিনব্যাপী এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। তা ছাড়া এ সময় ১১টি মোবাইল ফোন, ২৮টি মোটরসাইকেল ও দুটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসে নিয়মিত অভিযানে বায়োলজিক্যাল পুকুরপাড়, সমাজবিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চ, বোটানিক্যাল পুকুরপাড় ও অতীশ দীপঙ্কর হল এলাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থানরত ১০টি মাদকসেবী গ্রুপ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ গাড়িগুলোর কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হয়। তবে দুটি গাড়ি আটক রাখা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে জিম্মানামা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
সহকারী প্রক্টর ড. লিটন মিত্র বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে ৩০ জনের বেশি বহিরাগতকে উচ্ছৃঙ্খল অবস্থায় আটক করি। বহিরাগত হোক বা শিক্ষার্থী, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স।’
লিটন মিত্র আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের কাছ থেকে আমরা মাদকদ্রব্য পেয়েছি, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে