Ajker Patrika

পদে রেখেই শিক্ষাবোর্ড সচিবের বিরুদ্ধে জালিয়াতির তদন্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পদে রেখেই শিক্ষাবোর্ড সচিবের বিরুদ্ধে জালিয়াতির তদন্ত

শিক্ষা বোর্ডের ফলাফল কেলেঙ্কারি, নিজ ছেলের এইচএসসির ফলাফল জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে। এবার এসব বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে তাঁকে পদে রেখেই এ তদন্ত চলবে। বিষয়টিকে ‘হাস্যকর’ বলছেন শিক্ষা বোর্ডের অনেক কর্মকর্তা। তদন্তকাজে প্রভাব বিস্তার করারও আশঙ্কা করছেন তাঁরা।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ–সচিব মো. শাহীনুর ইসলামের সই করা এক চিঠিতে তদন্তের এ নির্দেশ দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়, অধ্যাপক নারায়ণ চন্দ্ৰ নাথ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বর্তমান সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক। তাঁর বিরুদ্ধে পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ রয়েছে। এই বিষয়ে উপর্যুক্ত কর্মকর্তা দ্বারা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বোর্ডের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, নারায়ণ চন্দ্র নাথ বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আছেন। এই পদে রেখে তাঁর বিরুদ্ধে তদন্ত হাস্যকর। পদ থেকে অব্যাহতি দিয়ে তদন্ত করলে, তদন্তকাজ সুষ্ঠু হতো। 

এই সচিবের বিরুদ্ধে গত বছরের এইচএসসির রেজাল্ট কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তার প্রমাণও মেলে। এরপরও পদোন্নতি বাগিয়ে বসেন বোর্ড সচিবের চেয়ারে। এ ছাড়া ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল কারসাজি নিয়ে নতুন করে বিতর্কে জড়ান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত