সেনবাগ থানায় আটকে রেখে যুবককে নির্যাতনের ঘটনায় এসআই ক্লোজড

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১১: ৪২
Thumbnail image

নোয়াখালীর সেনবাগ থানায় আবদুল্লাহ আল নোমান (২২) নামের এক যুবককে আটকে রেখে নির্যাতনের ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সিকদারকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনা তদন্তে তিন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, থানায় নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজিবকে প্রধান করে দুজন ইন্সপেক্টরের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিন তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম আরও বলেন, এসআই সঞ্জয়কে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরে সেনবাগ থানার এসআই সঞ্জয় সিকদারসহ একদল পুলিশ কাদরা মজুমদার বাড়ির পাশ থেকে আহত নোমানের ভাই শাহদাতকে আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে দুপুরে নোমান থানায় তাঁর ভাইকে দেখতে গিয়ে একজন কনস্টেবলের কাছে তাঁর ভাইকে আটক করার কারণ জানতে চান।

নোমানের অভিযোগ, তাতে ক্ষুব্ধ হয়ে পাশের কক্ষে থাকা এসআই সঞ্জয় তাঁকে ডেকে থানার একটি কক্ষে নিয়ে যান। সেখানে দরজা বন্ধ করে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। তাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত