Ajker Patrika

পরকীয়া সন্দেহ ও টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৬: ০৬
পরকীয়া সন্দেহ ও টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও নগদ ১০ হাজার টাকার জন্য বন্ধু সালাউদ্দিনের হাতে খুন হন ফরিদ উদ্দিন ভূঁইয়া। এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সালাউদ্দিন ভূঁইয়া (৩৯) ও তাঁর সহযোগী আবদুর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে চাঁদপুর কারাগারে পাঠানো হয়।

এর আগে গত শনিবার তাঁর নিজ বসতঘর থেকে গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। আজ দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। 

পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের সহযোগী আব্দুর রহমানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তিতে প্রধান আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, ফরিদ ও সালাউদ্দিন বন্ধু ছিলেন। সালাউদ্দিন দ্বিতীয় বিয়ে করায় তিনি মাঝে মাঝেই তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে চট্টগ্রামে থাকতেন। এই সুযোগে ফরিদের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর সম্পর্ক আছে বলে সন্দেহ হয় সালাউদ্দিনের। তা ছাড়া, ঘটনার দিন রাতে ফরিদের মানিব্যাগে তিনি নগদ ১০ হাজার টাকা দেখতে পান। এই টাকার লোভে ও স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহের বশবর্তী হয়ে সালাউদ্দিন তাঁর সহযোগীকে নিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। এরপর বঁটি দিয়ে উপর্যুপরি আঘাত করে ফরিদকে হত্যা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, ডিআইও-১ মনিরুল ইসলাম, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ হোসেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত