কুমিল্লায় ২০ বস্তা ভারতীয় শাড়ি জব্দ

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১১: ২৩
Thumbnail image

কুমিল্লার সদর দক্ষিণের নলকুড়ি থেকে পিকআপভর্তি ২০টি বস্তায় ১ হাজার ৭০১টি ভারতীয় শাড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে শাড়ি জব্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত ১টার দিকে গোপন সংবাদে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমানের নেতৃত্বে আনসার বাহিনী ও সদর দক্ষিণ মডেল থানার সহযোগিতায় সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কালীর বাজারের নলকুড়ি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ থেকে ২০টি ভারতীয় শাড়ি বস্তা জব্দ করা হয়েছে। বস্তাগুলোতে মোট ১ হাজার ৭০১টি শাড়ি রয়েছে, গাড়িসহ যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৬ হাজার ৫০০ টাকা। 

এ ঘটনায় গাড়ির চালকসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত