টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ১ কেজি ২৯৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন-২-এর বিজিবি সদস্যরা জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকের চালানসহ রোহিঙ্গাদের আটক করেন। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কাঠের নৌকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
আটককৃতরা হলেন উখিয়া উপজেলার ৩ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে মো. সাকের (২২), ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের আবু সিদ্দিকের ছেলে মো. জাবের (১৯) ও মিয়ানমারের মংডু থানার শিকদারপাড়ার হাছনের ছেলে মোহাম্মদ ইউনুস (২৩)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি থেকে চোরাচালান প্রতিরোধের দুটি টহল দল ওই এলাকায় কয়েকটি উপদলে ভাগ হয়ে অবস্থান নেয়। একপর্যায়ে টহল দলের সদস্যরা ৮-১০ জনকে দুটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে আসতে দেখেন। নৌকা দুটি শূন্যরেখা অতিক্রম করে জালিয়ার দ্বীপের কাছে এলে বিজিবির নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় দুটি নৌকার কয়েক জন আরোহী নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের লাল দ্বীপের দিকে পালিয়ে যায়। বিজিবি টহলদল তিনজন পাচারকারীকে দুটি নৌকাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃতদের স্বীকারোক্তিতে নৌকার পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে ১ কেজি ২৯৪ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আটক আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ১ কেজি ২৯৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন-২-এর বিজিবি সদস্যরা জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকের চালানসহ রোহিঙ্গাদের আটক করেন। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কাঠের নৌকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
আটককৃতরা হলেন উখিয়া উপজেলার ৩ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে মো. সাকের (২২), ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের আবু সিদ্দিকের ছেলে মো. জাবের (১৯) ও মিয়ানমারের মংডু থানার শিকদারপাড়ার হাছনের ছেলে মোহাম্মদ ইউনুস (২৩)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি থেকে চোরাচালান প্রতিরোধের দুটি টহল দল ওই এলাকায় কয়েকটি উপদলে ভাগ হয়ে অবস্থান নেয়। একপর্যায়ে টহল দলের সদস্যরা ৮-১০ জনকে দুটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে আসতে দেখেন। নৌকা দুটি শূন্যরেখা অতিক্রম করে জালিয়ার দ্বীপের কাছে এলে বিজিবির নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় দুটি নৌকার কয়েক জন আরোহী নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের লাল দ্বীপের দিকে পালিয়ে যায়। বিজিবি টহলদল তিনজন পাচারকারীকে দুটি নৌকাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃতদের স্বীকারোক্তিতে নৌকার পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে ১ কেজি ২৯৪ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আটক আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে