নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী পৌর শহরের আনসার ক্যাম্প-সংলগ্ন সড়কে খেলাকে কেন্দ্র করে কামরুল হাসান জোবায়ের (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে মারা যান তিনি। এর আগে একই দিন সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এতিমখানা সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন তিন সহোদর বোরহান উদ্দিন রাকিব (২২), আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬) ও শাহিদ আলম রিমন (১৬)।
হত্যাকাণ্ডের শিকার জোবায়ের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠে খেলাকে কেন্দ্র করে স্থানীয় রাকিব নামে এক যুবকের সঙ্গে জোবায়েরের বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে রাকিব তাঁর লোকজন নিয়ে জোবায়েরকে মারধর করলে স্থানীয় লোকজন বিষয়টি সমাধান করে দেন। সমাধানের পর বাড়িতে যাওয়ার সময় রাকিবের ভাই জোবায়েরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন। এর প্রতিবাদ করে বাসায় চলে যান জোবায়ের। পরে সন্ধ্যায় লাদেন নামের একজনের কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এ সময় রাকিবসহ তাঁর তিন ভাই লোকজন নিয়ে জোবায়েরের ওপর হামলা চালান এবং তাঁকে পিটিয়ে ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ কুমিল্লা মেডিকেলের মর্গে রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাত-আট জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় তিন সহোদরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ কুমেক থেকে নোয়াখালীতে পাঠানো হবে।
নোয়াখালী পৌর শহরের আনসার ক্যাম্প-সংলগ্ন সড়কে খেলাকে কেন্দ্র করে কামরুল হাসান জোবায়ের (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে মারা যান তিনি। এর আগে একই দিন সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এতিমখানা সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন তিন সহোদর বোরহান উদ্দিন রাকিব (২২), আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬) ও শাহিদ আলম রিমন (১৬)।
হত্যাকাণ্ডের শিকার জোবায়ের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠে খেলাকে কেন্দ্র করে স্থানীয় রাকিব নামে এক যুবকের সঙ্গে জোবায়েরের বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে রাকিব তাঁর লোকজন নিয়ে জোবায়েরকে মারধর করলে স্থানীয় লোকজন বিষয়টি সমাধান করে দেন। সমাধানের পর বাড়িতে যাওয়ার সময় রাকিবের ভাই জোবায়েরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন। এর প্রতিবাদ করে বাসায় চলে যান জোবায়ের। পরে সন্ধ্যায় লাদেন নামের একজনের কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এ সময় রাকিবসহ তাঁর তিন ভাই লোকজন নিয়ে জোবায়েরের ওপর হামলা চালান এবং তাঁকে পিটিয়ে ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ কুমিল্লা মেডিকেলের মর্গে রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাত-আট জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় তিন সহোদরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ কুমেক থেকে নোয়াখালীতে পাঠানো হবে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪