বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘সুড়ঙ্গ’ সিনেমা পাইরেসি করার অপরাধে দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল ২৯ জুলাই শনিবার বিকেলে ডিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৭ জুলাই বিকেলে পাইরেসি নিয়ে অভিযোগ করতে রাজধানীর ডিবি কার্যালয়ে যান পরিচালক রায়হান রাফী, আফরান নিশো, তমা মির্জাসহ ‘সুড়ঙ্গ’ টিম। সেদিন ছয়জনের নামে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনামুল কবীর ও মনির শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ডিবি কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির সময় উপস্থিত ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, আলফা আই স্টুডিওজের পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা।
এ বিষয়ে শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রশাসনকে ধন্যবাদ। তারা এত দ্রুত সময়ের মধ্যে আমাদের অভিযোগ আমলে নিয়ে সেটা নিয়ে মাঠে নেমেছেন। বিশেষ ধন্যবাদ হারুন অর রশিদকে। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের বিষয়টি সমাধান করছেন। ‘সুড়ঙ্গ’ নিয়ে দর্শকের এখনো আগ্রহ তুঙ্গে। বাংলা সিনেমার জয়রথ চলতে থাকুক।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘পাইরেসি একটা ভয়ংকর অপরাধ। আমরা যাঁরা সিনেমার সঙ্গে সম্পৃক্ত তাঁরা এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার। এটা শুধু আইনগতভাবেই নয়, সাংস্কৃতিক আন্দোলনের বিরুদ্ধেও ব্যাপক আগ্রাসন সৃষ্টির চেষ্টা চালানো। তবে আজকে প্রশাসন যে অ্যাকশন নিয়েছে, তা আসলে উদাহরণ হয়ে থাকবে। আর ইন্ডাস্ট্রির জন্যও এ রকম পদক্ষেপ সুদিন ফিরিয়ে আনবে।’
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসার পরই আমরা ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করেছিলাম যে এর বিরুদ্ধে আমরা দ্রুতই অ্যাকশন নেব। অন্যদিকে আমরা মনে করি, এই সিনেমা যারা বানিয়েছে, তাদের আর্থিক ক্ষতি ও ইন্ডাস্ট্রি নষ্ট করার এক অপচেষ্টা করেছে। তবে আমরা অল্প সময়ের মধ্যে এই কাজের সঙ্গে জড়িতদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি। তারা স্বীকারও করেছে।’
ঈদে বাংলাদেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল মোট ২৮টি প্রেক্ষাগৃহে। গেল শুক্রবার থেকে দেশের ৫০টি হলে চলছে সিনেমাটি। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও ২১ জুলাই থেকে ৩১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’।
‘সুড়ঙ্গ’ সিনেমা পাইরেসি করার অপরাধে দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল ২৯ জুলাই শনিবার বিকেলে ডিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৭ জুলাই বিকেলে পাইরেসি নিয়ে অভিযোগ করতে রাজধানীর ডিবি কার্যালয়ে যান পরিচালক রায়হান রাফী, আফরান নিশো, তমা মির্জাসহ ‘সুড়ঙ্গ’ টিম। সেদিন ছয়জনের নামে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনামুল কবীর ও মনির শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ডিবি কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির সময় উপস্থিত ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, আলফা আই স্টুডিওজের পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা।
এ বিষয়ে শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রশাসনকে ধন্যবাদ। তারা এত দ্রুত সময়ের মধ্যে আমাদের অভিযোগ আমলে নিয়ে সেটা নিয়ে মাঠে নেমেছেন। বিশেষ ধন্যবাদ হারুন অর রশিদকে। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের বিষয়টি সমাধান করছেন। ‘সুড়ঙ্গ’ নিয়ে দর্শকের এখনো আগ্রহ তুঙ্গে। বাংলা সিনেমার জয়রথ চলতে থাকুক।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘পাইরেসি একটা ভয়ংকর অপরাধ। আমরা যাঁরা সিনেমার সঙ্গে সম্পৃক্ত তাঁরা এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার। এটা শুধু আইনগতভাবেই নয়, সাংস্কৃতিক আন্দোলনের বিরুদ্ধেও ব্যাপক আগ্রাসন সৃষ্টির চেষ্টা চালানো। তবে আজকে প্রশাসন যে অ্যাকশন নিয়েছে, তা আসলে উদাহরণ হয়ে থাকবে। আর ইন্ডাস্ট্রির জন্যও এ রকম পদক্ষেপ সুদিন ফিরিয়ে আনবে।’
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসার পরই আমরা ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করেছিলাম যে এর বিরুদ্ধে আমরা দ্রুতই অ্যাকশন নেব। অন্যদিকে আমরা মনে করি, এই সিনেমা যারা বানিয়েছে, তাদের আর্থিক ক্ষতি ও ইন্ডাস্ট্রি নষ্ট করার এক অপচেষ্টা করেছে। তবে আমরা অল্প সময়ের মধ্যে এই কাজের সঙ্গে জড়িতদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি। তারা স্বীকারও করেছে।’
ঈদে বাংলাদেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল মোট ২৮টি প্রেক্ষাগৃহে। গেল শুক্রবার থেকে দেশের ৫০টি হলে চলছে সিনেমাটি। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও ২১ জুলাই থেকে ৩১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪