নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। গত শুক্রবার ডিবির লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে। পরে আজ রোববার তাদের চাকরিচ্যুত করে বিমান কর্তৃপক্ষ। চাকরিচ্যুতরা হলেন—আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।
চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. যাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা বিমানের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া প্রশ্নফাঁসের বিষয়ে বিমানের তদন্ত কমিটি কাজ করছে।’
পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত রয়েছে। নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তারা পরিকল্পনা শুরু করে দেন কীভাবে প্রশ্ন ফাঁস করবেন এবং কীভাবে বিতরণ করবেন। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার আগের দিন চার-পাঁচ জন মিলে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি ফাঁস করেন। পরে বিমানের গ্রেপ্তার হওয়া কর্মীরা ফাঁস হওয়া প্রশ্ন টাকা নিয়ে সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিতরণ করেন। এই প্রশ্ন তারা সর্বোচ্চ সাত লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছে। এছাড়া গরিব পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়ে তারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়েছে যে তাদের বাড়ি কিংবা জমিজমা লিখে দেবে।
গতকাল শনিবার অভিযুক্ত আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের ছয় দিনের রিমান্ডে পাঠান।
আরও পড়ুন:
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। গত শুক্রবার ডিবির লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে। পরে আজ রোববার তাদের চাকরিচ্যুত করে বিমান কর্তৃপক্ষ। চাকরিচ্যুতরা হলেন—আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।
চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. যাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা বিমানের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া প্রশ্নফাঁসের বিষয়ে বিমানের তদন্ত কমিটি কাজ করছে।’
পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত রয়েছে। নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তারা পরিকল্পনা শুরু করে দেন কীভাবে প্রশ্ন ফাঁস করবেন এবং কীভাবে বিতরণ করবেন। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার আগের দিন চার-পাঁচ জন মিলে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি ফাঁস করেন। পরে বিমানের গ্রেপ্তার হওয়া কর্মীরা ফাঁস হওয়া প্রশ্ন টাকা নিয়ে সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিতরণ করেন। এই প্রশ্ন তারা সর্বোচ্চ সাত লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছে। এছাড়া গরিব পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়ে তারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়েছে যে তাদের বাড়ি কিংবা জমিজমা লিখে দেবে।
গতকাল শনিবার অভিযুক্ত আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের ছয় দিনের রিমান্ডে পাঠান।
আরও পড়ুন:
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে