Ajker Patrika

ফরিদপুরে পিস্তল হাতে ভাইরাল মৎস্যজীবী লীগ নেতাকে বহিষ্কার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২০: ৫৩
ফরিদপুরে পিস্তল হাতে ভাইরাল মৎস্যজীবী লীগ নেতাকে বহিষ্কার

পিস্তল হাতে ভাইরাল হওয়া ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক আছাদুজ্জামান পরশ শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান এবং সদস্যসচিব ফরিদ মিয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

ওই পত্রে উল্লেখ করা হয়, গত ২৭ এপ্রিল উত্তরাধিকার-৭১ নিউজের সম্পাদক প্রবীর সিকদারের ফেসবুক আইডি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় আগ্নেয়াস্ত্রসহ আপনার ছবি ভাইরাল হয়, যা সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যক্রম এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই আপনাকে সংগঠনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো। আছাদুজ্জামান পরশ শিকদার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। 

এ ব্যাপারে জেলা মৎস্যজীবী লীগের সদস্যসচিব ফরিদ মিয়া জানান, প্রথমে তাঁকে কারণ দর্শানোর জন্য বলা হলেও পরে কেন্দ্রীয় নেতা ও জেলা আওয়ামী লীগের নেতারা তাঁকে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেন। যেহেতু তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে, তাই দলীয় নেতারা বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছেন। 

এ বিষয়ে আছাদুজ্জামান পরশ শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত