Ajker Patrika

এডিসি হারুনের কাণ্ডে ডিএমপির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২২: ০৬
এডিসি হারুনের কাণ্ডে ডিএমপির তদন্ত কমিটি

রাজধানীর শাহবাগ থানার ভেতরে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনায় তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনার মূল অভিযুক্ত পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। 

আজ রোববার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়, শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এই কমিটি করে দিয়েছেন। আগামী দুই দিনের মধ্যে ডিএমপি কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

কমিটির সভাপতি ডিএমপির উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ। সদস্যরা হলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ্ ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি-মতিঝিল) মো. রফিকুল ইসলাম। 

ছাত্রলীগের নেতাদের নির্যাতনের ঘটনায় এডিসি হারুন অর রশিদকে ডিএমপির রমনা জোন থেকে বদলি করে পিওএম উত্তর বিভাগে সংযুক্ত করা হয়। পরবর্তীকালে অপর এক আদেশে এপিবিএনে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত