নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পুরান ঢাকার বংশালে রিকশাচালককে মারধর করার অভিযোগে গ্রেপ্তার সেই সুলতান আহমেদের জামিন আবেদন ফের নাকচ করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত মুক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে জামিনের আবেদন করলে তিনি তা নাকচ করে দেন।
গত ৫ মে থেকে সুলতান কারাগারে আছেন। এর আগে কয়েক দফা জামিন আবেদন করেছেন তিনি।
গত ৪ মে একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের ফেসবুকে পেজে একটি ভিডিও লিংক পাঠান। ভিডিওতে দেখা যায়, ওই দিন দুপুর দেড়টার দিকে বংশালে এক ব্যক্তি এক রিকশাচালককে চড়-থাপ্পড় মারছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। একপর্যায়ে রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে লোকজন এগিয়ে গিয়ে ওই রিকশাওয়ালাকে উদ্ধার করে।
এই ভিডিওটি দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বংশাল থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বংশাল থানা ভিডিওতে রিকশাচালককে মারধরকারী বংশালের স্থানীয় সুলতান আহমেদকে শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সুলতানকে গ্রেপ্তার করা হয়। পরে গত ১৯ মে রিকশাচালক আবদুল হামিদ বাদী হয়ে বংশাল থানায় সুলতানের বিরুদ্ধে মারধর ও চুরির অভিযোগে মামলা করেন। ওই মামলায় ২০ মে সুলতানকে গ্রেপ্তার দেখানো হয়।
রিকশাচালক আবদুল হামিদের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর থানার কনিকাপাড়া গ্রামে। তিনি ঈদের আগেই বাড়ি গিয়েছিলেন বলে মামলা করেননি। মামলার এজাহারে বলেছেন, গত ৪ মে তিনি বংশাল থানার কাজী আলাউদ্দিন রোডের চৌরাস্তায় রিকশা নিয়ে দাঁড়িয়েছিলেন। ওই সময় সুলতান এসে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন। রাস্তা থেকে সরে যেতে বলেন। রিকশা সরাতে দেরি করায় তাকে মারধর করেন, কিল ঘুষি ও চড়–থাপ্পড় মারেন। সুলতানের মারধরে তিনি মাটিতে পড়েন। এ সময় তার পকেট থাকা ৪৫০ টাকাও সুলতান নিয়ে যান।
রিকশাচালক এজাহারে আরও উল্লেখ করেন, এই ঘটনার পর তিনি বাসায় চলে যান। পরে শোনেন ফেসবুকে ঘটনাটি ভাইরাল হয়েছে। তবে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ায় তিনি মামলা করতে দেরি করেছেন।
ঢাকা: পুরান ঢাকার বংশালে রিকশাচালককে মারধর করার অভিযোগে গ্রেপ্তার সেই সুলতান আহমেদের জামিন আবেদন ফের নাকচ করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত মুক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে জামিনের আবেদন করলে তিনি তা নাকচ করে দেন।
গত ৫ মে থেকে সুলতান কারাগারে আছেন। এর আগে কয়েক দফা জামিন আবেদন করেছেন তিনি।
গত ৪ মে একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের ফেসবুকে পেজে একটি ভিডিও লিংক পাঠান। ভিডিওতে দেখা যায়, ওই দিন দুপুর দেড়টার দিকে বংশালে এক ব্যক্তি এক রিকশাচালককে চড়-থাপ্পড় মারছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। একপর্যায়ে রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে লোকজন এগিয়ে গিয়ে ওই রিকশাওয়ালাকে উদ্ধার করে।
এই ভিডিওটি দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বংশাল থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বংশাল থানা ভিডিওতে রিকশাচালককে মারধরকারী বংশালের স্থানীয় সুলতান আহমেদকে শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সুলতানকে গ্রেপ্তার করা হয়। পরে গত ১৯ মে রিকশাচালক আবদুল হামিদ বাদী হয়ে বংশাল থানায় সুলতানের বিরুদ্ধে মারধর ও চুরির অভিযোগে মামলা করেন। ওই মামলায় ২০ মে সুলতানকে গ্রেপ্তার দেখানো হয়।
রিকশাচালক আবদুল হামিদের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর থানার কনিকাপাড়া গ্রামে। তিনি ঈদের আগেই বাড়ি গিয়েছিলেন বলে মামলা করেননি। মামলার এজাহারে বলেছেন, গত ৪ মে তিনি বংশাল থানার কাজী আলাউদ্দিন রোডের চৌরাস্তায় রিকশা নিয়ে দাঁড়িয়েছিলেন। ওই সময় সুলতান এসে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন। রাস্তা থেকে সরে যেতে বলেন। রিকশা সরাতে দেরি করায় তাকে মারধর করেন, কিল ঘুষি ও চড়–থাপ্পড় মারেন। সুলতানের মারধরে তিনি মাটিতে পড়েন। এ সময় তার পকেট থাকা ৪৫০ টাকাও সুলতান নিয়ে যান।
রিকশাচালক এজাহারে আরও উল্লেখ করেন, এই ঘটনার পর তিনি বাসায় চলে যান। পরে শোনেন ফেসবুকে ঘটনাটি ভাইরাল হয়েছে। তবে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ায় তিনি মামলা করতে দেরি করেছেন।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫