সিদ্ধিরগঞ্জে একই দিনে ৫ লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৫৮
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৪২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। তাঁদের মধ্যে তিনজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। 

সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে দুজন, শিমরাইল মোড়ে বাসের ভেতর থেকে একজন, ওয়াবদা কলোনি এলাকা থেকে একজন ও আদমজী সোনামিয়া মার্কেট এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহতরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকার মোহাম্মদ আউয়াল মিয়ার ছেলে লুৎফর রহমান জনি (৩৪), সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেট এলাকার নাসিরের মেয়ে নাসরীন আক্তার (২২), ঢাকার বাড্ডার মগারদিয়া এলাকার মজিবুরের ছেলে মছিবুর রহমান (৩৬), নেত্রকোনার খালিয়াঝুরির কল্যাণপুর এলাকার ফুয়াদের ছেলে স্বাধীন (১১) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের নুর ইসলামের মেয়ে হাসিনা আক্তার (২৭)। 

পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

পুলিশ জানিয়েছে, আজ সকালে সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় একটি ‘চিরকুট’ লিখে আত্মহত্যা করেছেন লুৎফর রহমান জনি। ঘটনাস্থলে থাকা এলাকাবাসী জানিয়েছে, নিহত যুবক সাংসারিক বিভিন্ন ঝামেলা নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান, মৃত ব্যক্তি একটি চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

আজ সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় একটি মিনিবাস থেকে মছিবুর রহমান নামের এক বাস হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু। 

একই দিন দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাসরীন আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাসিনা আক্তার নামের আরেক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। 

এর আগে বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকা থেকে স্বাধীন (১১) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে স্বাধীনের। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ সকাল থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। উদ্ধারের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এঁদের মধ্যে তিনজনের আত্মহত্যা ও একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। 

ওসি আরও বলেন, পারিবারিক কোনো ঝামেলা থেকে হয়তো আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত