নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজীপুর থেকে চুরি যাওয়া মোটরসাইকেল পাঁচ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরকেও আটক করা হয়।
আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আব্দুস সাত্তার।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে একজন অভিযোগ করেন, ইয়ামাহা ফেজার ব্র্যান্ডের নীল রঙের একটি মোটরসাইকেল গাজীপুর থেকে চুরি হয়ে গেছে। মোটরসাইকেলটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তাঁরা দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কাছাকাছি চলন্ত অবস্থায় আছে। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টায় তাঁরা এ তথ্য জানান।
জাতীয় জরুরি সেবা সেলে কলটি রিসিভ করেন কনস্টেবল শিমু খাতুন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি কুমিল্লা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে ১৯৯ ডিসপ্যাচার এএসআই আসাদুজ্জামান কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।
আব্দুস সাত্তার আরও জানান, সংবাদ পেয়ে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিমসার বাজারের কাছে মোটরসাইকেলটি দেখতে পায়। এরপর প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি মহাসড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। চুরির দায়ে আবু হানিফ (৩৫) নামে একজনকে আটক করা হয়।
আটকের বিষয়টি ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এএসআই জহিরুল ইসলাম ৯৯৯ সেলকে নিশ্চিত করেন। আটক হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।
গাজীপুর থেকে চুরি যাওয়া মোটরসাইকেল পাঁচ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরকেও আটক করা হয়।
আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আব্দুস সাত্তার।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে একজন অভিযোগ করেন, ইয়ামাহা ফেজার ব্র্যান্ডের নীল রঙের একটি মোটরসাইকেল গাজীপুর থেকে চুরি হয়ে গেছে। মোটরসাইকেলটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তাঁরা দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কাছাকাছি চলন্ত অবস্থায় আছে। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টায় তাঁরা এ তথ্য জানান।
জাতীয় জরুরি সেবা সেলে কলটি রিসিভ করেন কনস্টেবল শিমু খাতুন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি কুমিল্লা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে ১৯৯ ডিসপ্যাচার এএসআই আসাদুজ্জামান কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।
আব্দুস সাত্তার আরও জানান, সংবাদ পেয়ে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিমসার বাজারের কাছে মোটরসাইকেলটি দেখতে পায়। এরপর প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি মহাসড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। চুরির দায়ে আবু হানিফ (৩৫) নামে একজনকে আটক করা হয়।
আটকের বিষয়টি ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এএসআই জহিরুল ইসলাম ৯৯৯ সেলকে নিশ্চিত করেন। আটক হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে