ঢাবির দুই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও গবেষণা চুরির অভিযোগ তদন্তে কমিটি

ঢাবি প্রতিনিধি
Thumbnail image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক ছাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি’ ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। 

সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা একাধিক সদস্য আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

কমিটির প্রধান আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামান। বাকি সদস্যরা হলেন—হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ও সহকারী প্রক্টর ড. সঞ্চিতা গুহ। 

নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে একটি কোর্সে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়াতেন। সেই বিভাগের এক নারী শিক্ষার্থী প্রথমে ফলিত গণিত বিভাগের ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে। সেটি যাচাই করতে একটি কমিটি গঠন করা হয়েছে।’

এ ছাড়া, দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁনের বিরুদ্ধে পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির অভিযোগ তদন্ত করতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করেছে সিন্ডিকেট।

এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘দর্শন বিভাগের দাউদ খাঁনের বিরুদ্ধে পিএইচডি থিসিস জালিয়াতির অভিযোগ এলে সেটি তদন্ত করতে একটি কমিটি করা হয়। দ্রুততম সময়ের মধ্যে সেটির তদন্তের কাজ শেষ করতে উপাচার্য নির্দেশ দিয়েছেন।’

কমিটির বাকি সদস্যরা হলেন—সিন্ডিকেট সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত