ঢামেক প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোরের দিকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক মো. রুবেল হোসেন আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকার রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তিকে। তখন তিনি তাঁকে রিকশায় তুলতে গিয়ে দেখেন শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুই রিকশাচালক ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বুক, পেট ও হাতে মোট তিনটি ছুরিকাঘাত রয়েছে।
নিহত যুবকের সঙ্গে একটি বাসের টিকিট পাওয়া গেছে। সেখানে থেকে ধারণা করা হচ্ছে, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন। এরপর সায়েদাবাদে নেমে গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোরের দিকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক মো. রুবেল হোসেন আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকার রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তিকে। তখন তিনি তাঁকে রিকশায় তুলতে গিয়ে দেখেন শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুই রিকশাচালক ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বুক, পেট ও হাতে মোট তিনটি ছুরিকাঘাত রয়েছে।
নিহত যুবকের সঙ্গে একটি বাসের টিকিট পাওয়া গেছে। সেখানে থেকে ধারণা করা হচ্ছে, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন। এরপর সায়েদাবাদে নেমে গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪