দুদক দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে: জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মে ২০২৩, ১৪: ২৩
Thumbnail image

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, তিনি নির্দোষ। তাঁকে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করে হয়রানি করা হচ্ছে। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তলবে হাজির হয়ে এ কথা বলেন তিনি। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য সময়ের আবেদন করেন জাহাঙ্গীর।

জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার আমাকে দুটি প্রকল্পে মাত্র ৬০০-৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এটা কী করে সম্ভব? এটা কাল্পনিক, বানোয়াট ও মিথ্যা।’

তিনি বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে আমাকে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করে হয়রানি করা হচ্ছে। যাঁরা মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।’

একটি মহল দুদককে ব্যবহার করে হয়রানি করছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চলছে। আমার মা মেয়র পদপ্রার্থী, আমি প্রধান সমন্বয়কারী। ২৫ তারিখে ভোট। আজ ও আগামীকাল নির্বাচনী প্রচারণার শেষ দিন। ২১ ও ২২ তারিখ নির্বাচনী প্রচারণার শেষ দিন। এমন সময়ে দুদক আমাকে ডেকেছে। একটি মহল দুদককে ব্যবহার করে হয়রানি করছে।’

ভুয়া ব্যাংক হিসাবে টাকা অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে জাহাঙ্গীর আলমকে গত ১৬ মে নোটিশ দেয় দুদক। সংস্থাটির উপপরিচালক আলী আকবরের নেতৃত্বে দুটি আলাদা অনুসন্ধান টিম জাহাঙ্গীর আলমের বিষয়ে অনুসন্ধান করছে।

এর আগে গত বৃহস্পতিবার দুদকের তলবে হাজির হতে এক মাস সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন জাহাঙ্গীর আলম। এ বিষয়ে কোনো জবাব না পেয়ে আজ দুদকে উপস্থিত হয়ে সময় চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে এসেছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

দুদকের অনুসন্ধান কর্মকর্তা আলী আকবর বলেন, ‘সময়ের জন্য আবেদন করেছেন জাহাঙ্গীর আলম, এই চিঠি আমরা পেয়েছি। এ বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত