Ajker Patrika

তুরাগে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯: ২৩
তুরাগে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

রাজধানীর তুরাগে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. রাসেল (২২)। জানা গেছে, বন্ধু হৃদয়ের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রাসেল। এর জেরেই রাসেলকে খুন করেন হৃদয়। এই ঘটনায় হৃদয়ের স্ত্রীও আহত হয়েছেন। 

তুরাগ থানাধীন বৃন্দাবন এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে তুরাগ থানায় হত্যা মামলা করেছেন। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হৃদয়ের স্ত্রীর সঙ্গে রাসেলের পরকীয়া ছিল। এর জেরেই লোহার শাবল দিয়ে আঘাত করে রাসেলকে আহত করেন হৃদয়। এ সময় স্ত্রীকেও কুপিয়ে জখম করেন তিনি। আহত অবস্থায় রাসেল ও হৃদয়ের স্ত্রীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আসমাউল হুসনা আজকের পত্রিকাকে বলেন, ‘বৃন্দাবনে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় নিহত রাসেলের বাবা বাদী হয়ে হৃদয়কে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন। মামলা নং-৮ (১) ২২।’ 

মামলার এজাহারের বরাত দিয়ে এসআই বলেন, হৃদয় বাসায় গিয়ে তাঁর বউয়ের সঙ্গে রাসেলকে দেখতে পান। পরে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন হৃদয়। তখন ফোনে হৃদয় রাসেলের বাবাকে বলে, ‘আপনার ছেলে অসুস্থ। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে।’ পরে যাওয়ার পথে রাসেলের বাবা দেখেন তাঁর ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। তবে খুনের মোটিভ এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত