Ajker Patrika

এডিসি সানজিদার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেলে কর্তৃপক্ষকে জানানো হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৪৫
এডিসি সানজিদার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেলে কর্তৃপক্ষকে জানানো হবে: আইজিপি

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ ও এডিসি সানজিদার ওপর রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন যদি আগে আক্রমণ করে থাকেন, এ বিষয়ে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশে মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আইনজীবীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি। 

আইজিপি বলেন, ‘এডিসি হারুন ও দুই ছাত্রলীগ নেতাকে কেন্দ্র করে ঘটনায় এডিসি সানজিদা অভিযোগ করে বলছেন, তাঁর স্বামী (রাষ্ট্রপতির এপিএস) আজিজুল হক মামুন আগে মারধর করেছিলেন সানজিদা ও হারুনকে।’ এ বিষয়ে হারুনের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে আইজিপি বলেন, ‘এইটার বিষয়ে তারা যদি কোনো অভিযোগ দেয়, তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’ 

রাষ্ট্রপতির এপিএস আগে এডিসি হারুনের ওপর আক্রমণ করেন, তখনই ঘটনাটি বড় হয়েছে বলে শোনা যাচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি বলেন, ‘তাদের এই অভিযোগের বিষয়টা যদি তারা আমাদের অভিযোগ আকারে দেয় তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেব। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে। এ ছাড়া আমরাও একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্তে বিষয়টি উঠে এলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’ 

উল্লেখ্য, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এডিসি সানজিদা অভিযোগ করেছেন, তাঁর স্বামী আজিজুল হক মামুনই প্রথমে এডিসি হারুনের গায়ে হাত তুলেছেন। বারডেম হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে সহায়তা করার জন্যই এডিসি হারুনকে ডেকেছিলেন বলে জানিয়েছেন সানজিদা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত