নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ ও এডিসি সানজিদার ওপর রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন যদি আগে আক্রমণ করে থাকেন, এ বিষয়ে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশে মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আইনজীবীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, ‘এডিসি হারুন ও দুই ছাত্রলীগ নেতাকে কেন্দ্র করে ঘটনায় এডিসি সানজিদা অভিযোগ করে বলছেন, তাঁর স্বামী (রাষ্ট্রপতির এপিএস) আজিজুল হক মামুন আগে মারধর করেছিলেন সানজিদা ও হারুনকে।’ এ বিষয়ে হারুনের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে আইজিপি বলেন, ‘এইটার বিষয়ে তারা যদি কোনো অভিযোগ দেয়, তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’
রাষ্ট্রপতির এপিএস আগে এডিসি হারুনের ওপর আক্রমণ করেন, তখনই ঘটনাটি বড় হয়েছে বলে শোনা যাচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি বলেন, ‘তাদের এই অভিযোগের বিষয়টা যদি তারা আমাদের অভিযোগ আকারে দেয় তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেব। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে। এ ছাড়া আমরাও একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্তে বিষয়টি উঠে এলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’
উল্লেখ্য, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এডিসি সানজিদা অভিযোগ করেছেন, তাঁর স্বামী আজিজুল হক মামুনই প্রথমে এডিসি হারুনের গায়ে হাত তুলেছেন। বারডেম হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে সহায়তা করার জন্যই এডিসি হারুনকে ডেকেছিলেন বলে জানিয়েছেন সানজিদা।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ ও এডিসি সানজিদার ওপর রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন যদি আগে আক্রমণ করে থাকেন, এ বিষয়ে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশে মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আইনজীবীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, ‘এডিসি হারুন ও দুই ছাত্রলীগ নেতাকে কেন্দ্র করে ঘটনায় এডিসি সানজিদা অভিযোগ করে বলছেন, তাঁর স্বামী (রাষ্ট্রপতির এপিএস) আজিজুল হক মামুন আগে মারধর করেছিলেন সানজিদা ও হারুনকে।’ এ বিষয়ে হারুনের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে আইজিপি বলেন, ‘এইটার বিষয়ে তারা যদি কোনো অভিযোগ দেয়, তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’
রাষ্ট্রপতির এপিএস আগে এডিসি হারুনের ওপর আক্রমণ করেন, তখনই ঘটনাটি বড় হয়েছে বলে শোনা যাচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি বলেন, ‘তাদের এই অভিযোগের বিষয়টা যদি তারা আমাদের অভিযোগ আকারে দেয় তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেব। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে। এ ছাড়া আমরাও একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্তে বিষয়টি উঠে এলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’
উল্লেখ্য, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এডিসি সানজিদা অভিযোগ করেছেন, তাঁর স্বামী আজিজুল হক মামুনই প্রথমে এডিসি হারুনের গায়ে হাত তুলেছেন। বারডেম হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে সহায়তা করার জন্যই এডিসি হারুনকে ডেকেছিলেন বলে জানিয়েছেন সানজিদা।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪