নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার লালবাগে বুলিংয়ের জেরে কিশোর হাফিজ (১৩) খুন হয়েছে। গতকাল শুক্রবার রাতে লালবাগের ডুরী আঙুরী লেনের ৪৭ / ১ নম্বর বাসার ছাদ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, বন্ধুরা একে অন্যকে বুলিং করত। সেই বুলিংয়ের জের ধরেই হাফিজকে হত্যা করা হয়। হত্যার পর লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের লালবাগ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আজকের পত্রিকাকে বলেন, বন্ধুদের মধ্যে বুলিং নিয়ে দ্বন্দ্বের জেরে পূর্ব পরিকল্পিত ভাবে হাফিজকে তার কয়েকজন বন্ধু একটি বাসার ছাদে নিয়ে যায়। এ সময় বুলিং নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বন্ধুরা হাফিজকে ছুরিকাঘাত করে হত্যা করে।
জানা গেছে, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ বাড়ি খাল এলাকার হারুন শেখের ছেলে নিহত হাফিজ। পরিবারের সঙ্গে ডুরী আঙুরী লেনের সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকত। সে তিন বছর আগে স্কুল থেকে ঝরে পড়ে। নিউমার্কেট এলাকায় মাঝেমধ্যে বড় ভাইয়ের সঙ্গে হকারি করত।
নিহতের ভগ্নিপতি মো. বিশাল বলেন, হাফিজ ছিল বাক প্রতিবন্ধী। স্পষ্ট করে কথা বলতে পারত না। তাই এলাকার ছেলেরা তাকে দুষ্টুমি করে ‘প্যাপা’ বলে খেপাত। এতে সে রাগান্বিত হতো। এই নিয়ে সমবয়সীদের সঙ্গে তার কিছুটা মনোমালিন্য ছিল।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জসীম উদ্দীন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, বাড়ির ছাদে উলঙ্গ অবস্থায় শিশুটির মরদেহ পড়ে ছিল। মৃতদেহটি যে ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। পাশের ছাদে রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, পাশের বাসার ছাদে তাকে হত্যার পর হাত পা বেঁধে অন্য বাসার ছাদের বাথরুমে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুরান ঢাকার লালবাগে বুলিংয়ের জেরে কিশোর হাফিজ (১৩) খুন হয়েছে। গতকাল শুক্রবার রাতে লালবাগের ডুরী আঙুরী লেনের ৪৭ / ১ নম্বর বাসার ছাদ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, বন্ধুরা একে অন্যকে বুলিং করত। সেই বুলিংয়ের জের ধরেই হাফিজকে হত্যা করা হয়। হত্যার পর লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের লালবাগ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আজকের পত্রিকাকে বলেন, বন্ধুদের মধ্যে বুলিং নিয়ে দ্বন্দ্বের জেরে পূর্ব পরিকল্পিত ভাবে হাফিজকে তার কয়েকজন বন্ধু একটি বাসার ছাদে নিয়ে যায়। এ সময় বুলিং নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বন্ধুরা হাফিজকে ছুরিকাঘাত করে হত্যা করে।
জানা গেছে, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ বাড়ি খাল এলাকার হারুন শেখের ছেলে নিহত হাফিজ। পরিবারের সঙ্গে ডুরী আঙুরী লেনের সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকত। সে তিন বছর আগে স্কুল থেকে ঝরে পড়ে। নিউমার্কেট এলাকায় মাঝেমধ্যে বড় ভাইয়ের সঙ্গে হকারি করত।
নিহতের ভগ্নিপতি মো. বিশাল বলেন, হাফিজ ছিল বাক প্রতিবন্ধী। স্পষ্ট করে কথা বলতে পারত না। তাই এলাকার ছেলেরা তাকে দুষ্টুমি করে ‘প্যাপা’ বলে খেপাত। এতে সে রাগান্বিত হতো। এই নিয়ে সমবয়সীদের সঙ্গে তার কিছুটা মনোমালিন্য ছিল।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জসীম উদ্দীন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, বাড়ির ছাদে উলঙ্গ অবস্থায় শিশুটির মরদেহ পড়ে ছিল। মৃতদেহটি যে ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। পাশের ছাদে রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, পাশের বাসার ছাদে তাকে হত্যার পর হাত পা বেঁধে অন্য বাসার ছাদের বাথরুমে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে