নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত পুলিশ মহাপরির্দশক মো. মতিউর রহমান শেখ। আজ বুধবার তিনি সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন এবং নির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান (নৌ পুলিশে বদলির আদেশ প্রাপ্ত), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপাররাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সম্প্রতি পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক হওয়া ১০ জন পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজন কর্মকর্তাকে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও নৌ পুলিশের নেতৃত্বে আনা হয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি পদের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। সে হিসেবে এই পাঁচ কর্মকর্তা ইউনিটগুলোর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি হিসেবে সিআইডিতে কর্মরত ও অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পাওয়া মো. মতিউর রহমান শেখকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), মো. আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সরদার তমিজ উদ্দিন আহমেদকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের মো. দেলোয়ার হোসেন মিঞা হাইওয়ে পুলিশে পাঠানো হয়েছে।
এ ছাড়া, পুলিশ অধিদপ্তরের মো. আবদুল্লাহ আল মাহমুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সেলিম মো. জাহাংগীরকে পুলিশ সদর দপ্তরে, নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে এবং সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কুসুম দেওয়ানকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলির আদেশ পাওয়া মো. তওফিক মাহবুব চৌধুরীর আদেশ বাতিল করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত পুলিশ মহাপরির্দশক মো. মতিউর রহমান শেখ। আজ বুধবার তিনি সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন এবং নির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান (নৌ পুলিশে বদলির আদেশ প্রাপ্ত), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপাররাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সম্প্রতি পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক হওয়া ১০ জন পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজন কর্মকর্তাকে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও নৌ পুলিশের নেতৃত্বে আনা হয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি পদের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। সে হিসেবে এই পাঁচ কর্মকর্তা ইউনিটগুলোর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি হিসেবে সিআইডিতে কর্মরত ও অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পাওয়া মো. মতিউর রহমান শেখকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), মো. আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সরদার তমিজ উদ্দিন আহমেদকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের মো. দেলোয়ার হোসেন মিঞা হাইওয়ে পুলিশে পাঠানো হয়েছে।
এ ছাড়া, পুলিশ অধিদপ্তরের মো. আবদুল্লাহ আল মাহমুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সেলিম মো. জাহাংগীরকে পুলিশ সদর দপ্তরে, নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে এবং সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কুসুম দেওয়ানকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলির আদেশ পাওয়া মো. তওফিক মাহবুব চৌধুরীর আদেশ বাতিল করা হয়েছে।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫