কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে চিকিৎসক মির্জা নূর কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে তুলে নিয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকায় ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খান। তবে পুলিশ বলছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কোনো সংস্থা জানাইনি।
অধ্যক্ষ নৌশাদ খান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ গতকাল রোববার রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। চিকিৎসক কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে ফোনে কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ডিবি কার্যালয় থেকে চিকিৎসক কাউসারের বাবার সঙ্গে যোগাযোগ করলে কাউসারের বাবা আবদুল হাকিম ও তাঁর মা এবং প্রত্যক্ষদর্শী চিকিৎসক সুমন ঢাকায় যান। এখন তাঁরা ঢাকার ডিবি কার্যালয়ে আছেন।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে চিকিৎসক কাউসারের বাবা এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।’
জানা গেছে, চিকিৎসক মির্জা নূর কাউসার কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজী বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত। তিনি জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে। চিকিৎসক কাউসার শহরের খরমপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় বাবাসহ নিজের স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী শিমুল রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত।
গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে খরমপট্টি এলাকার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় মেডিক্স কোচিং সেন্টার থেকে চিকিৎসক কাউসারকে অজ্ঞাত পরিচয়ের পাঁচজন কালো রঙের গাড়িতে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
কিশোরগঞ্জে চিকিৎসক মির্জা নূর কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে তুলে নিয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকায় ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খান। তবে পুলিশ বলছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কোনো সংস্থা জানাইনি।
অধ্যক্ষ নৌশাদ খান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ গতকাল রোববার রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। চিকিৎসক কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে ফোনে কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ডিবি কার্যালয় থেকে চিকিৎসক কাউসারের বাবার সঙ্গে যোগাযোগ করলে কাউসারের বাবা আবদুল হাকিম ও তাঁর মা এবং প্রত্যক্ষদর্শী চিকিৎসক সুমন ঢাকায় যান। এখন তাঁরা ঢাকার ডিবি কার্যালয়ে আছেন।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে চিকিৎসক কাউসারের বাবা এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।’
জানা গেছে, চিকিৎসক মির্জা নূর কাউসার কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজী বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত। তিনি জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে। চিকিৎসক কাউসার শহরের খরমপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় বাবাসহ নিজের স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী শিমুল রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত।
গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে খরমপট্টি এলাকার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় মেডিক্স কোচিং সেন্টার থেকে চিকিৎসক কাউসারকে অজ্ঞাত পরিচয়ের পাঁচজন কালো রঙের গাড়িতে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে