Ajker Patrika

সোনারগাঁয়ে যৌতুকের জন্য গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁয়ে যৌতুকের জন্য গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ 

যৌতুকের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুনু আক্তার (২২) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে এলাকায় চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

আজ শনিবার উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনু আক্তার উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আলী হোসেনের মেয়ে। তার একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের বড় ভাই সোলায়মান জানান, ৪ বছর আগে পার্শ্ববর্তী সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া গ্রামের দাইয়ানের ছেলে কবিরের সঙ্গে বিয়ে হয় তাঁর বোনের। বিবাহর সময় নগদ ৫ লাখ টাকা, ৬ ভরি ওজনের স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্র যৌতুক হিসেবে দিয়ে দেওয়া হয়। কবির মাদকাসক্ত ও বেকার হওয়ায় তাঁর বোনকে বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য প্রায়ই মারধর করতেন। আজ শনিবার ভোর রাতে কবিরের সঙ্গে তাঁর বোনের ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে তাঁর বোনকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন কবির। পরে ঘরের ভেতরে জুনুর মরদেহ ফেলে ২ বছরের শিশুকে সঙ্গে নিয়ে বাড়ির সবাই পালিয়ে যান। 

এদিকে পাশের বাড়ির লোকজন ঘটনার আলামত দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সোনারগাঁ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জাকির রব্বানীর নেতৃত্বে গৃহবধূ মোসা. জুনু আক্তারের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

এ বিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জাকির রব্বানী বলেন, নিহতের শরীরের পিঠে ও বিভিন্ন স্থানে লীলাফুলা জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত