সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় চলন্ত বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করেছে পুলিশ। ইতিমধ্যে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে পুলিশ।
সোমবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংস) এনামুল হক সাগর।
গত ২৯ জুলাই আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভুক্তভোগী বাসের চালক ঘটনার দিন আশুলিয়ায় থানায় ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাস্থলের একটি ভিডিও হাতে পায় পুলিশ। সেই ভিডিও পর্যালোচনা ও বিশ্লেষণ করে ঘটনার প্রায় ১০ দিন পর বিএনপির কয়েক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২৯ জুলাই ঘটনাস্থলের ভিডিও দেখে পুলিশ নিশ্চিত হয়েছে এ ঘটনায় জড়িতরা বিএনপির নেতা-কর্মী। ভিডিওতে তাদের স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান ও ধামরাই পৌর ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য অপূর্ব চন্দ্র দাসসহ আরো কয়েকজন। পুলিশ জানিয়েছে ভিডিও দেখে তাঁদেরসহ আরো বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ।
এনামুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, আশুলিয়ায় বাস পোড়ানোর ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিও আছে। সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
আশুলিয়ায় চলন্ত বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করেছে পুলিশ। ইতিমধ্যে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে পুলিশ।
সোমবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংস) এনামুল হক সাগর।
গত ২৯ জুলাই আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভুক্তভোগী বাসের চালক ঘটনার দিন আশুলিয়ায় থানায় ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাস্থলের একটি ভিডিও হাতে পায় পুলিশ। সেই ভিডিও পর্যালোচনা ও বিশ্লেষণ করে ঘটনার প্রায় ১০ দিন পর বিএনপির কয়েক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২৯ জুলাই ঘটনাস্থলের ভিডিও দেখে পুলিশ নিশ্চিত হয়েছে এ ঘটনায় জড়িতরা বিএনপির নেতা-কর্মী। ভিডিওতে তাদের স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান ও ধামরাই পৌর ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য অপূর্ব চন্দ্র দাসসহ আরো কয়েকজন। পুলিশ জানিয়েছে ভিডিও দেখে তাঁদেরসহ আরো বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ।
এনামুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, আশুলিয়ায় বাস পোড়ানোর ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিও আছে। সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৫ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫