Ajker Patrika

দৌলতপুরে স্কুল শিক্ষার্থী হত্যা মামলার মা-মেয়ে রিমান্ডে

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দৌলতপুরে স্কুল শিক্ষার্থী হত্যা মামলার মা-মেয়ে রিমান্ডে

দৌলতপুর উপজেলার স্কুল শিক্ষার্থী সাগর হত্যা মামলার প্রধান দুই আসামি শেফালী বেগম (৪০) ও রিমা আক্তারের (২২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা সম্পর্কে মা-মেয়ে। তাঁরা দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের শায়নালের স্ত্রী ও মেয়ে। 

আজ সোমবার মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক রওশন জাহান উভয় পক্ষের শুনানি শেষে এই নির্দেশ দেন। 

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক রিপন কুমার পাল পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। পরে বিচারক আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আগামী ১০ কার্যদিবসের মধ্যে রিমান্ড প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে নিয়ে মো. মামুদ আলীর সঙ্গে বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে মামুদ এবং তাঁর পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি ধামকি দিয়ে আসছিলেন আসামিরা। 

গত ২১ ডিসেম্বর বিকেলে বাদীর মেজো ছেলে মো. সাগর শেখ (১৫) নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে ঘিওরের তেরশ্রী গ্রামের বিজয় মেলায় যাচ্ছিলেন। পূর্ব শত্রুতার জেরে আসামিরা ও অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে সাগরকে হত্যা করেন। পরে সেই লাশ গুম করার জন্য পারমাস্তুল নদীর পাড়ে বালুর মধ্যে পুঁতে রাখেন। 

এ ঘটনায় ৩১ ডিসেম্বর নিহত সাগরের বাবা মো. মামুদ আলী বাদী হয়ে দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ আরও ৪ / ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

নিহত সাগর উপজেলার ছোট শ্যামপুর এলাকার মো. মামুদ আলীর ছেলে। সে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত