ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুক পাপন শীলের টাকা ছিনিয়ে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ভিক্ষুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, পাপন শীল মানসিক ভারসাম্যহীন একজন ভিক্ষুক। তিনি ঘিওর সদর ইউনিয়নের ময়দার মিলের পাশে মাস্টারপাড়া গ্রামের মৃত অধীর শীলের ছেলে। মা-বাবাহীন পাপন ঘিওর বাজার ও আশপাশের এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তি করে আসছেন।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১১টার দিকে ব্যবসায়ী কাজ শেষ আমি বাড়ি ফিরতে ছিলাম। ঘিওর বাজারের বণিক সমিতির পাশে মাথায় হাত দিয়ে কাঁদছিল পাপন। তাঁর মাথা দিয়ে রক্ত ঝরছিল। আমরা কয়েকজন তাঁকে হাসপাতালে ভর্তি করি।
স্থানীয় আরেক বাসিন্দা সুমন বলেন, ‘পাপন ভিক্ষাবৃত্তি করে যে টাকা পায়, সে টাকা তাঁর কাছেই রাখে। ধারণা করা হচ্ছে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা জোর করে তাঁর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পাপন বাধা দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে।’
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল বলেন, ‘একজন মানসিক প্রতিবন্ধী ভিক্ষুকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার মতো অমানবিক এ কাজের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় ওই ভিক্ষুককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ঘটনার দিন রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহত ভিক্ষুকের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
মানিকগঞ্জের ঘিওরে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুক পাপন শীলের টাকা ছিনিয়ে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ভিক্ষুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, পাপন শীল মানসিক ভারসাম্যহীন একজন ভিক্ষুক। তিনি ঘিওর সদর ইউনিয়নের ময়দার মিলের পাশে মাস্টারপাড়া গ্রামের মৃত অধীর শীলের ছেলে। মা-বাবাহীন পাপন ঘিওর বাজার ও আশপাশের এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তি করে আসছেন।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১১টার দিকে ব্যবসায়ী কাজ শেষ আমি বাড়ি ফিরতে ছিলাম। ঘিওর বাজারের বণিক সমিতির পাশে মাথায় হাত দিয়ে কাঁদছিল পাপন। তাঁর মাথা দিয়ে রক্ত ঝরছিল। আমরা কয়েকজন তাঁকে হাসপাতালে ভর্তি করি।
স্থানীয় আরেক বাসিন্দা সুমন বলেন, ‘পাপন ভিক্ষাবৃত্তি করে যে টাকা পায়, সে টাকা তাঁর কাছেই রাখে। ধারণা করা হচ্ছে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা জোর করে তাঁর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পাপন বাধা দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে।’
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল বলেন, ‘একজন মানসিক প্রতিবন্ধী ভিক্ষুকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার মতো অমানবিক এ কাজের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় ওই ভিক্ষুককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ঘটনার দিন রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহত ভিক্ষুকের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে