মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সৈয়দ কায়সার হাসপাতালে মারা গেছেন

ঢামেক প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৩৪

মানবতাবিরোধী মামলার ফাঁসির আসামি সৈয়দ মোহাম্মদ কায়সার (৭৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি মারা যান। 

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক অমল কৃষ্ণদে। তিনি জানান, সৈয়দ মোহাম্মদ কায়সার মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির আসামি ছিলেন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত ৩ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সোয়া ৫টার দিকে তিনি মারা যান।  

এসআই আরও জানান, পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

জানা গেছে, হবিগঞ্জের মাধবপুরের ইটাখোলা গ্রামের সৈয়দ সঈদউদ্দিন ও বেগম হামিদা বানুর ছেলে সৈয়দ মোহাম্মদ কায়সার ওরফে মো. কায়সার ওরফে সৈয়দ কায়সার ওরফে এসএম কায়সার। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত