তরুণীকে কুপ্রস্তাব: সেই প্রাণিসম্পদ কর্মকর্তাকে বদলি

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০: ৩৮

মানিকগঞ্জের সাটুরিয়ায় চাকরির প্রলোভন দিয়ে তরুণীর সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করায় অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ১৮ ডিসেম্বর তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে যৌন হয়রানি করার অভিযোগে গত ২২ ডিসেম্বর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। 

তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পাওয়ার পর সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানকে বদলির আদেশ দেওয়া হয়। 

তরুণীর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কয়েক দিন আগে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানের কাছে ওই তরুণী টিকা নিয়ে কথা বলতে যান। টিকা দেওয়া হবে বলে ওই তরুণীর মোবাইল নম্বর রেখে দেন মেহেদি হাসান। এরপর থেকে রাতের বেলায় ফোনে উত্ত্যক্ত করতে থাকেন তিনি। প্রতি রাতে নানা কথায় অসামাজিক প্রস্তাব দিতে থাকেন। ওই তরুণী কৌশলে কথোপকথন রেকর্ড করে রাখেন। পরে রেকর্ডসহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। 

অভিযোগের কথা স্বীকার করে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দেন, এমন কাজ আর কোনো দিন করব না। ভুলবশত আমি এ কাজ করেছি।’ ২২ মিনিটের অডিও রেকর্ডে তরুণীর সঙ্গে আপত্তিকর কথা বার্তার বিষয়টি স্বীকার করেছেন মেহেদি হাসান। 

বদলির বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তরুণীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক সত্যতা পেয়ে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানকে বদলির আদেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত