নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে জঙ্গিবাদ নিয়ে পোস্ট করার হুমকি দিয়ে চাঁদা আদায়কারী এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তির নাম লিটন ইসলাম (২৮)। গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলছেন, লিটন একজন আন্তর্জাতিক হ্যাকার। দেশি বিদেশি অনন্ত ২ হাজার ৫০০ ফেসবুক অ্যাকাউন্টের নাম-পাসওয়ার্ড রয়েছে তাঁর কবজায়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘এটি একটি হ্যাকিং চক্র। ফিশিং লিংক দিয়ে আইডি নিয়ন্ত্রণে নিয়ে ১০ হাজার টাকায় ফেরত দেন তাঁরা। তবে এর বাইরে যাদের অ্যাকাউন্টে আপত্তিকর কিছু পেতেন। তাঁদের ক্ষেত্রে টাকার পরিমাণ বাড়িয়ে নিতেন। টাকা দিতে কেউ আপত্তি জানালে মানহানিকর পোস্ট দিয়ে মামলা হামলার ভয় দেখাতেন এই হ্যাকার চক্র।’
গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তারা বলছেন, ‘হ্যাকাররা প্রথমে অনলাইনের মাধ্যমে ফিশিং লিংক তৈরি করতেন। পরে ফিশিং লিংকটির সঙ্গে বিভিন্ন রকমের ছবি/ভিডিও জুড়ে দিয়ে ফেসবুকসহ টার্গেট ব্যক্তির ইমেইল/ফেসবুক মেসেঞ্জারের শেয়ার করতেন। সেখানে লগইন করার পর ওই আইডির সমস্ত তথ্য হ্যাকারের কবজায় চলে যেত। এরপর হ্যাকাররা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করতেন। পরে মূল আইডির মালিকের সঙ্গে যোগাযোগ করে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালেই তাঁর আইডি থেকে দেশদ্রোহী বা জঙ্গিবাদ মূলক স্ট্যাটাস দেওয়া হতো।’
গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল হক বলেন, ‘মার্চের ১ তারিখ আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি ডিএমপির কদমতলী থানায় তথ্য প্রযুক্তি আইনে এ ধরনের একটি মামলা দায়ের করেন। তাঁর মামলার তদন্ত করতে গিয়ে এমন ভয়াবহ তথ্য ওঠে এসেছে।’
ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, ‘Olyulla Kari’ নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক মেসেঞ্জারে একটা লিংক পাঠান। সে লিংকে তিনি ক্লিক করার পর ফেসবুকের মত আরও এক ওয়েবপেজে চলে যান তিনি। না বুঝে সেখানে তিনি নতুন করে আইডি ও পাসওয়ার্ড দেন। আর তাতেই তিনি তাঁর আইডির নিয়ন্ত্রণ হারান।’
এই ভুক্তভোগী বলেন, ‘তাঁর ফেসবুক আইডি নিয়ন্ত্রণ নেওয়ার পর একের পর এক মানহানিকর পোস্ট দিতে থাকেন ওই হ্যাকার। পরবর্তীতে তাঁকে মাসেঞ্জারে জানান, ফেসবুক আইডি ফিরে পেতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। তিনি একাধিকবার টাকাও দেন। কিন্তু তাঁকে একইভাবে জিম্মি করা হয়।’
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় হ্যাকিং চক্রের এই অভিযুক্তকে রোববার ঢাকার আশুলিয়ার এনায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছে থেকে এ কাজে ব্যবহৃত একটি সিপিইউ, দুটি মোবাইল ফোন ও ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।’
এদিকে ফেসবুক ব্যবহারকারীদের এই ঝুঁকি এড়াতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। তাঁরা বলছেন, সাইবার স্পেসে অপরিচিত কোন আইডি থেকে পাঠানো কোন লিংকে প্রবেশ করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কোন আইডির সঙ্গে বন্ধুত্ব করবেন না। তা ছাড়া স্পর্শকাতর তথ্য, ছবি/ভিডিও শেয়ার না করতে অনুরোধ করেছেন তাঁরা।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে জঙ্গিবাদ নিয়ে পোস্ট করার হুমকি দিয়ে চাঁদা আদায়কারী এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তির নাম লিটন ইসলাম (২৮)। গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলছেন, লিটন একজন আন্তর্জাতিক হ্যাকার। দেশি বিদেশি অনন্ত ২ হাজার ৫০০ ফেসবুক অ্যাকাউন্টের নাম-পাসওয়ার্ড রয়েছে তাঁর কবজায়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘এটি একটি হ্যাকিং চক্র। ফিশিং লিংক দিয়ে আইডি নিয়ন্ত্রণে নিয়ে ১০ হাজার টাকায় ফেরত দেন তাঁরা। তবে এর বাইরে যাদের অ্যাকাউন্টে আপত্তিকর কিছু পেতেন। তাঁদের ক্ষেত্রে টাকার পরিমাণ বাড়িয়ে নিতেন। টাকা দিতে কেউ আপত্তি জানালে মানহানিকর পোস্ট দিয়ে মামলা হামলার ভয় দেখাতেন এই হ্যাকার চক্র।’
গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তারা বলছেন, ‘হ্যাকাররা প্রথমে অনলাইনের মাধ্যমে ফিশিং লিংক তৈরি করতেন। পরে ফিশিং লিংকটির সঙ্গে বিভিন্ন রকমের ছবি/ভিডিও জুড়ে দিয়ে ফেসবুকসহ টার্গেট ব্যক্তির ইমেইল/ফেসবুক মেসেঞ্জারের শেয়ার করতেন। সেখানে লগইন করার পর ওই আইডির সমস্ত তথ্য হ্যাকারের কবজায় চলে যেত। এরপর হ্যাকাররা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করতেন। পরে মূল আইডির মালিকের সঙ্গে যোগাযোগ করে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালেই তাঁর আইডি থেকে দেশদ্রোহী বা জঙ্গিবাদ মূলক স্ট্যাটাস দেওয়া হতো।’
গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল হক বলেন, ‘মার্চের ১ তারিখ আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি ডিএমপির কদমতলী থানায় তথ্য প্রযুক্তি আইনে এ ধরনের একটি মামলা দায়ের করেন। তাঁর মামলার তদন্ত করতে গিয়ে এমন ভয়াবহ তথ্য ওঠে এসেছে।’
ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, ‘Olyulla Kari’ নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক মেসেঞ্জারে একটা লিংক পাঠান। সে লিংকে তিনি ক্লিক করার পর ফেসবুকের মত আরও এক ওয়েবপেজে চলে যান তিনি। না বুঝে সেখানে তিনি নতুন করে আইডি ও পাসওয়ার্ড দেন। আর তাতেই তিনি তাঁর আইডির নিয়ন্ত্রণ হারান।’
এই ভুক্তভোগী বলেন, ‘তাঁর ফেসবুক আইডি নিয়ন্ত্রণ নেওয়ার পর একের পর এক মানহানিকর পোস্ট দিতে থাকেন ওই হ্যাকার। পরবর্তীতে তাঁকে মাসেঞ্জারে জানান, ফেসবুক আইডি ফিরে পেতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। তিনি একাধিকবার টাকাও দেন। কিন্তু তাঁকে একইভাবে জিম্মি করা হয়।’
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় হ্যাকিং চক্রের এই অভিযুক্তকে রোববার ঢাকার আশুলিয়ার এনায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছে থেকে এ কাজে ব্যবহৃত একটি সিপিইউ, দুটি মোবাইল ফোন ও ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।’
এদিকে ফেসবুক ব্যবহারকারীদের এই ঝুঁকি এড়াতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। তাঁরা বলছেন, সাইবার স্পেসে অপরিচিত কোন আইডি থেকে পাঠানো কোন লিংকে প্রবেশ করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কোন আইডির সঙ্গে বন্ধুত্ব করবেন না। তা ছাড়া স্পর্শকাতর তথ্য, ছবি/ভিডিও শেয়ার না করতে অনুরোধ করেছেন তাঁরা।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে