নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর ধানমন্ডি থেকে বিশেষ ধরনের মাদক লিসারজিক অ্যাসিড ডাই–ইথিলামাইড বা এলএসডিসহ গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মো. বাকী বিল্লাহ ভার্চুয়াল শুনানির মাধ্যমে এই রিমান্ড মঞ্জুর করেন।
ওই তিন ছাত্রের মধ্যে রয়েছেন–নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী সাদমান সাকিব রূপল ও আসহাব ওয়াদুদ তূর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আদিন আশরাফ।
গত বুধবার (২৬ মে) রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই তিন ছাত্রকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে ধানমন্ডি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদনসহ প্রত্যেককে আদালতে হাজির করা হয়। আদালত রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার পর বিষয়টি তদন্তে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাফিজুরেরর বন্ধুদের খুঁজতে গিয়ে এই তিন ছাত্রর সন্ধান পাওয়া যায়। ধানমন্ডির এক বাড়িতে অভিযান চালিয়ে ২০০টি এলএসডি বট উদ্ধার করা হয়। অনলাইনে এসব বিক্রি করতেন তারা। নেদারল্যান্ডস থেকে এই মাদক আমদানি করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, নতুন ধরনের এই মাদকের উৎস, এর সঙ্গে আরও কারা জড়িত তা জানার জন্য প্রত্যেককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী, এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ যা রাই এবং বিভিন্ন ধরনের শস্যের গায়ে জন্মানো বিশেষ ধরনের ছত্রাক থেকে পাওয়া যায়। এটি স্বচ্ছ, গন্ধহীন একটি পদার্থ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে এটি পাউডার, তরল, ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়।
এলএসডিকে সাইকেডেলিক মাদক বলা হয়। কারণ এই ধরনের মাদকের প্রভাবে সাধারণত মানুষ আশপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো দৃষ্টিবিভ্রম হয় বা অলীক বস্তু প্রত্যক্ষ করে থাকে।
ঢাকা: রাজধানীর ধানমন্ডি থেকে বিশেষ ধরনের মাদক লিসারজিক অ্যাসিড ডাই–ইথিলামাইড বা এলএসডিসহ গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মো. বাকী বিল্লাহ ভার্চুয়াল শুনানির মাধ্যমে এই রিমান্ড মঞ্জুর করেন।
ওই তিন ছাত্রের মধ্যে রয়েছেন–নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী সাদমান সাকিব রূপল ও আসহাব ওয়াদুদ তূর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আদিন আশরাফ।
গত বুধবার (২৬ মে) রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই তিন ছাত্রকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে ধানমন্ডি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদনসহ প্রত্যেককে আদালতে হাজির করা হয়। আদালত রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার পর বিষয়টি তদন্তে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাফিজুরেরর বন্ধুদের খুঁজতে গিয়ে এই তিন ছাত্রর সন্ধান পাওয়া যায়। ধানমন্ডির এক বাড়িতে অভিযান চালিয়ে ২০০টি এলএসডি বট উদ্ধার করা হয়। অনলাইনে এসব বিক্রি করতেন তারা। নেদারল্যান্ডস থেকে এই মাদক আমদানি করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, নতুন ধরনের এই মাদকের উৎস, এর সঙ্গে আরও কারা জড়িত তা জানার জন্য প্রত্যেককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী, এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ যা রাই এবং বিভিন্ন ধরনের শস্যের গায়ে জন্মানো বিশেষ ধরনের ছত্রাক থেকে পাওয়া যায়। এটি স্বচ্ছ, গন্ধহীন একটি পদার্থ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে এটি পাউডার, তরল, ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়।
এলএসডিকে সাইকেডেলিক মাদক বলা হয়। কারণ এই ধরনের মাদকের প্রভাবে সাধারণত মানুষ আশপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো দৃষ্টিবিভ্রম হয় বা অলীক বস্তু প্রত্যক্ষ করে থাকে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫