কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালত থেকে আসামি ছিনিয়ে নেওয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবারের ওই ঘটনায় থানায় মামলা হলে রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত লোকজন পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ সময় পুলিশের পোশাক ধরে টানাটানি ও ধস্তাধস্তি করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, কাপাসিয়া-টোক-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর পশুর হাট বসানোর কারণে যান চলাচল বিঘ্নিতসহ মানুষের দুর্ভোগ হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি হাটের ইজারাদার আমানুল্লাহকে (৩৫) মাসের কারাদণ্ড দেন। ইজারাদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তাঁর লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় কাপাসিয়া থানার টোক তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় টোক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ জলিলসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল রাতে নিজ বাড়ি থেকে টোক ইউপি চেয়ারম্যান এম এ জলিল এবং স্থানীয় প্রভাবশালী ও মামলার ২ নম্বর আসামি ফায়জুদ্দিনকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান বলেন, সড়কে বাজার বসিয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করলে সেটি ঠিক হয়নি। একইভাবে সরকারি কাজে বাধা দেওয়াও ঠিক হয়নি। যারা সরকারি কাজে বাধা দিয়েছে, তাদের বিচার করা হোক। তবে ঘটনার সময় টোক ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল ঘটনাস্থলে ছিলেন না। ঘটনার একটি ভিডিওতে চেয়ারম্যানকে দেখা যায়নি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘তা ছাড়া ভাতিজা ইজারাদার আমানুল্লাহর সঙ্গে আব্দুল জলিলের সম্পর্ক ভালো না। তাই তিনি আমানুল্লার পক্ষে ছিলেন, এটিও সত্য নয়। আমি আশা করব, নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।’
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়কে অস্থায়ী বাজার বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারাদারকে সাজা দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তিতে নিয়ে আসার সময় ইজারাদারের লোকজন পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালত থেকে আসামি ছিনিয়ে নেওয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবারের ওই ঘটনায় থানায় মামলা হলে রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত লোকজন পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ সময় পুলিশের পোশাক ধরে টানাটানি ও ধস্তাধস্তি করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, কাপাসিয়া-টোক-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর পশুর হাট বসানোর কারণে যান চলাচল বিঘ্নিতসহ মানুষের দুর্ভোগ হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি হাটের ইজারাদার আমানুল্লাহকে (৩৫) মাসের কারাদণ্ড দেন। ইজারাদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তাঁর লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় কাপাসিয়া থানার টোক তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় টোক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ জলিলসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল রাতে নিজ বাড়ি থেকে টোক ইউপি চেয়ারম্যান এম এ জলিল এবং স্থানীয় প্রভাবশালী ও মামলার ২ নম্বর আসামি ফায়জুদ্দিনকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান বলেন, সড়কে বাজার বসিয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করলে সেটি ঠিক হয়নি। একইভাবে সরকারি কাজে বাধা দেওয়াও ঠিক হয়নি। যারা সরকারি কাজে বাধা দিয়েছে, তাদের বিচার করা হোক। তবে ঘটনার সময় টোক ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল ঘটনাস্থলে ছিলেন না। ঘটনার একটি ভিডিওতে চেয়ারম্যানকে দেখা যায়নি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘তা ছাড়া ভাতিজা ইজারাদার আমানুল্লাহর সঙ্গে আব্দুল জলিলের সম্পর্ক ভালো না। তাই তিনি আমানুল্লার পক্ষে ছিলেন, এটিও সত্য নয়। আমি আশা করব, নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।’
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়কে অস্থায়ী বাজার বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারাদারকে সাজা দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তিতে নিয়ে আসার সময় ইজারাদারের লোকজন পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫