সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজ নামক এলাকায় এক রাতে অন্তত ২০টি গাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ৮-১০ জনের একটি দল মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল সেট নিয়ে যায় এবং অনেককে মারধর করে ডাকাতেরা।
আজ সোমবার ভোর ৫টার দিকে সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া বেশির ভাগ গাড়িতেই ছিল মাছ ও সবজি ব্যবসায়ীরা। এতে সিরাজদিখান বাজারের চারজন মাছ ব্যবসায়ী ও চারজন সবজি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ও ৭টি মোবাইল সেট নিয়ে যায় ডাকাতেরা। এ সময় কয়েকজনকে মারধর করে তারা। এ ছাড়া বিভিন্ন গাড়ি থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সবজি ও মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন জেলার টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলার কাঁচামাল ও মাছ ব্যবসায়ীরা এই পথে চলাচল করেন। ডাকাত দলের সদস্যদের সবার মুখে ছিল মুখোশ, হাতে ছিল দা ও লোহার রড।
ডাকাতের কবলে পড়া ক্ষতিগ্রস্ত সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী শেখ মাহবুব বলেন, ‘প্রতিদিন টঙ্গিবাড়ী আর সিরাজদিখানের মাছ ও সবজি ব্যবসায়ীরা ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী ও শ্যামবাজার থেকে পাইকারি সবজি, মাছ কিনে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। আজ ভোরে ঢাকা থেকে মাছ-সবজি কিনে ফেরার পথে রশুনিয়া এলাকায় দা ও লোহার রড নিয়ে আমাদের গতিরোধ করে ডাকাতেরা। এ সময় আমাদের গাড়িটিও আটকায় এবং আমার থেকে ২০ হাজার টাকা, দুটি মোবাইল ও আমার গাড়িচালকের কাছ থেকে একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া আরও ২০-২৫টি গাড়িতে ডাকাতেরা ডাকাতি এবং অনেককে মারধর করে।’
সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী মো. সোহেল বলেন, ‘আমার কাছ থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।’
সিরাজদিখান বাজারের মাছ ব্যবসায়ী মাখন বলেন, ‘আমার কাছ থেকে ডাকাতেরা ৮ হাজার টাকা নিয়ে গেছে। আমাদের বাজারের মাছ ব্যবসায়ী চন্দন রাজবংশীর কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়ে যায় এবং তাঁকে দা (চাকু) দিয়ে কোপ দিয়ে আহত করে। এ ছাড়া মাছ ব্যবসায়ী পলাশ দাসের কাছ থেকে ১২ হাজার, মাছ ব্যবসায়ী গোপালের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায়। আরও অনেক গাড়ি থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।’
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ‘কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজ নামক এলাকায় এক রাতে অন্তত ২০টি গাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ৮-১০ জনের একটি দল মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল সেট নিয়ে যায় এবং অনেককে মারধর করে ডাকাতেরা।
আজ সোমবার ভোর ৫টার দিকে সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া বেশির ভাগ গাড়িতেই ছিল মাছ ও সবজি ব্যবসায়ীরা। এতে সিরাজদিখান বাজারের চারজন মাছ ব্যবসায়ী ও চারজন সবজি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ও ৭টি মোবাইল সেট নিয়ে যায় ডাকাতেরা। এ সময় কয়েকজনকে মারধর করে তারা। এ ছাড়া বিভিন্ন গাড়ি থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সবজি ও মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন জেলার টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলার কাঁচামাল ও মাছ ব্যবসায়ীরা এই পথে চলাচল করেন। ডাকাত দলের সদস্যদের সবার মুখে ছিল মুখোশ, হাতে ছিল দা ও লোহার রড।
ডাকাতের কবলে পড়া ক্ষতিগ্রস্ত সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী শেখ মাহবুব বলেন, ‘প্রতিদিন টঙ্গিবাড়ী আর সিরাজদিখানের মাছ ও সবজি ব্যবসায়ীরা ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী ও শ্যামবাজার থেকে পাইকারি সবজি, মাছ কিনে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। আজ ভোরে ঢাকা থেকে মাছ-সবজি কিনে ফেরার পথে রশুনিয়া এলাকায় দা ও লোহার রড নিয়ে আমাদের গতিরোধ করে ডাকাতেরা। এ সময় আমাদের গাড়িটিও আটকায় এবং আমার থেকে ২০ হাজার টাকা, দুটি মোবাইল ও আমার গাড়িচালকের কাছ থেকে একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া আরও ২০-২৫টি গাড়িতে ডাকাতেরা ডাকাতি এবং অনেককে মারধর করে।’
সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী মো. সোহেল বলেন, ‘আমার কাছ থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।’
সিরাজদিখান বাজারের মাছ ব্যবসায়ী মাখন বলেন, ‘আমার কাছ থেকে ডাকাতেরা ৮ হাজার টাকা নিয়ে গেছে। আমাদের বাজারের মাছ ব্যবসায়ী চন্দন রাজবংশীর কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়ে যায় এবং তাঁকে দা (চাকু) দিয়ে কোপ দিয়ে আহত করে। এ ছাড়া মাছ ব্যবসায়ী পলাশ দাসের কাছ থেকে ১২ হাজার, মাছ ব্যবসায়ী গোপালের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায়। আরও অনেক গাড়ি থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।’
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ‘কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে