উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ মো. আসাদুজ্জামান নুর নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দরের বোর্ডিং পাস এলাকা থেকে আজ শনিবার সকালে ওই যাত্রীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।
গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৫০০ সৌদি রিয়াল মানের ১৬০টি নোট জব্দ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকা।
এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ আসাদুজ্জামান নামের একজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা থেকে বিজি-০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশে ভোর সাড়ে ৫টায় বিমানবন্দরে প্রবেশ করেন।’
তিনি বলেন, ‘বোর্ডিং পাস সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাউন্টারে যাওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএনের সহযোগিতায় আটক করা হয়। পরে তাঁকে বৈদেশিক মুদ্রার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে আসাদুজামান অস্বীকার করেন। একপর্যায়ে তাঁর ব্যাগেজ তল্লাশি করে এসব সৌদি রিয়াল জব্দ করা হয়। এসব সৌদি রিয়ালের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।’
শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় শুল্ক আইনে ফৌজদারি মামলা করা হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ মো. আসাদুজ্জামান নুর নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দরের বোর্ডিং পাস এলাকা থেকে আজ শনিবার সকালে ওই যাত্রীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।
গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৫০০ সৌদি রিয়াল মানের ১৬০টি নোট জব্দ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকা।
এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ আসাদুজ্জামান নামের একজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা থেকে বিজি-০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশে ভোর সাড়ে ৫টায় বিমানবন্দরে প্রবেশ করেন।’
তিনি বলেন, ‘বোর্ডিং পাস সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাউন্টারে যাওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএনের সহযোগিতায় আটক করা হয়। পরে তাঁকে বৈদেশিক মুদ্রার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে আসাদুজামান অস্বীকার করেন। একপর্যায়ে তাঁর ব্যাগেজ তল্লাশি করে এসব সৌদি রিয়াল জব্দ করা হয়। এসব সৌদি রিয়ালের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।’
শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় শুল্ক আইনে ফৌজদারি মামলা করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে