Ajker Patrika

রায়পুরায় বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনার ভাঙচুর 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ০০
রায়পুরায় বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনার ভাঙচুর 

নরসিংদীর রায়পুরায় অস্থায়ীভাবে তৈরি শহীদ মিনার ভেঙে ফেলেছেন দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার পলাশতলী বাজার এলাকার বেসরকারি কে.এস.এ পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সোমবার বিকেল বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকায় একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়। বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় মিনারটি নির্মাণ করা হয়। শহীদ মিনার নির্মাণ সম্পন্ন হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাসায় চলে যায়। আজ ভোরে প্রভাতফেরিতে এসে দেখা যায় নির্মাণ করা শহীদ মিনারটি কে বা কারা ভেঙে ফেলেছে। 

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, রাত ১২টা পর্যন্ত বসে থেকে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করেছি। সকালে প্রভাতফেরিতে এসে দেখি শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়েছে। এটা দেখার পর মনটাই ভেঙে গেছে। আমরা এর বিচার চাই।

বিদ্যালয়ের শিক্ষক আকলিমা আজকের পত্রিকাকে বলেন, ‘স্থায়ী শহীদ মিনার না থাকায় অস্থায়ীভাবে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। সকালে এসে দেখি দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি জানাচ্ছি।’

রায়পুরা থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি এখনো কেও জানায়নি। তবে খোঁজ খবর নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানাকে অবগত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত