নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর গুলশান-২ এর একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেছেন। আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে গুলশান থানায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।
গুলশান থানার ওসি আবুল হাসান জানান, গুলশান-১ এর ১২০ নম্বর সড়কের ১৯ নং, ফ্ল্যাট বি-৩–এ থাকতেন মোসারাত জাহান (মুনিয়া) নামে ওই তরুণী। রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। মোসারাত জাহানের বাড়ি কুমিল্লা শহরে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। পরিবার কুমিল্লায় থাকে। ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।
মোসারাতের বড় বোন নুসরাত বলেন, রোববার সে আমাকে ফোন করে জানায় যে ঝামেলায় পড়েছে। এ কথা শুনে তিনি সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে গেলে দরজায় ধাক্কাধাক্কি করলেও মোসারাত দরজা খুলছিল না। দুপুর থেকে ফোনও বন্ধ ছিল তার। পরে লোকজন নিয়ে তালা কেটে ঘরে ঢুকে মোসারাতকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি বাড়িওয়ালাকে বিষয়টি জানান। তখন পুলিশে খবর দেওয়া হয়।
নুসরাত জাহানের স্বামী মিজানুর রহমান বলেন, আমাদের মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে আনভীর। আমরা এ বিষয়ে একটি মামলা করেছি।
গুলশানের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবাহান আনভীরের সাথে মোসারাতের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এর আগে তাকে বছরখানেক বনানীর একটি ফ্ল্যাটে রাখা হয়েছিল। পরে আনভীরের পরিবারে বিষয়টি জানাজানি হলে কুমিল্লা চলে যান মোসারাত।
উপ-কমিশনার আরও বলেন, গত ১ মার্চে গুলশানের ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়। সেখানে মোসারাত একাই থাকতেন। মাঝে মাঝে আনভীরের যাতায়াত ছিল। গত ২৩ এপ্রিল সেখানে একটি ইফতার পার্টিও হয়। যেখানে আনভীরও ছিলেন। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন মোসারাত। এ নিয়ে তাকে অনেক কথা শুনতে হয়। বকাঝকাও করা হয়। এরপর বোনকে ফোন করেন মোসারাত।
অভিযুক্তকে আইনের আওতায় আনার বিষয়ে জানতে চাইলে সুদীপ কুমার বলেন, আজ মঙ্গলবার ময়নাতদন্ত হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানা জরুরি। সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেবে পুলিশ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। পুলিশের ওপর কোনো চাপ নেই বলেও জানান তিনি।
গতকাল সোমবার রাতেই ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল যায়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ও তরুণীর ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করে।
ডিসি এ বিষয়ে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ চলছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত হবে। আজ সকালেই আদালতে মামলার কাগজ জমা দেওয়া হয়েছে।
ঢাকা: রাজধানীর গুলশান-২ এর একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেছেন। আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে গুলশান থানায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।
গুলশান থানার ওসি আবুল হাসান জানান, গুলশান-১ এর ১২০ নম্বর সড়কের ১৯ নং, ফ্ল্যাট বি-৩–এ থাকতেন মোসারাত জাহান (মুনিয়া) নামে ওই তরুণী। রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। মোসারাত জাহানের বাড়ি কুমিল্লা শহরে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। পরিবার কুমিল্লায় থাকে। ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।
মোসারাতের বড় বোন নুসরাত বলেন, রোববার সে আমাকে ফোন করে জানায় যে ঝামেলায় পড়েছে। এ কথা শুনে তিনি সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে গেলে দরজায় ধাক্কাধাক্কি করলেও মোসারাত দরজা খুলছিল না। দুপুর থেকে ফোনও বন্ধ ছিল তার। পরে লোকজন নিয়ে তালা কেটে ঘরে ঢুকে মোসারাতকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি বাড়িওয়ালাকে বিষয়টি জানান। তখন পুলিশে খবর দেওয়া হয়।
নুসরাত জাহানের স্বামী মিজানুর রহমান বলেন, আমাদের মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে আনভীর। আমরা এ বিষয়ে একটি মামলা করেছি।
গুলশানের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবাহান আনভীরের সাথে মোসারাতের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এর আগে তাকে বছরখানেক বনানীর একটি ফ্ল্যাটে রাখা হয়েছিল। পরে আনভীরের পরিবারে বিষয়টি জানাজানি হলে কুমিল্লা চলে যান মোসারাত।
উপ-কমিশনার আরও বলেন, গত ১ মার্চে গুলশানের ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়। সেখানে মোসারাত একাই থাকতেন। মাঝে মাঝে আনভীরের যাতায়াত ছিল। গত ২৩ এপ্রিল সেখানে একটি ইফতার পার্টিও হয়। যেখানে আনভীরও ছিলেন। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন মোসারাত। এ নিয়ে তাকে অনেক কথা শুনতে হয়। বকাঝকাও করা হয়। এরপর বোনকে ফোন করেন মোসারাত।
অভিযুক্তকে আইনের আওতায় আনার বিষয়ে জানতে চাইলে সুদীপ কুমার বলেন, আজ মঙ্গলবার ময়নাতদন্ত হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানা জরুরি। সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেবে পুলিশ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। পুলিশের ওপর কোনো চাপ নেই বলেও জানান তিনি।
গতকাল সোমবার রাতেই ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল যায়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ও তরুণীর ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করে।
ডিসি এ বিষয়ে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ চলছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত হবে। আজ সকালেই আদালতে মামলার কাগজ জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫