Ajker Patrika

গুলশান-বনানীর সড়কে ইউটার্ন ব্যবহারে ডিএমপির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশান–২ এলাকা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর গুলশান–২ এলাকা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যাতায়াতে ও কাকলী, সৈনিক ক্লাবসহ বেশ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার না করতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।

আজ বুধবার গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, আপনাদের সবার অবগতির জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে যে পরীক্ষামূলকভাবে নিম্নবর্ণিত ইন্টারসেকশনসমূহে চলাচলসংক্রান্ত নির্দেশনা দেওয়া হলো—

১. মহাখালী থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবে।

২. কাকলী ক্রসিংয়ে সব প্রকার রাইট টার্ন ও ইউটার্ন নিষেধ। যারা গুলশান/বনানী যাবেন, তাঁরা বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে আসতে পারবেন (বাস বা বড় যানবাহন ছাড়া)।

৩. বাস বা অন্যান্য বড়/ভারী যানবাহনকে আর্মি স্টেডিয়ামে ইউটার্ন ব্যবহার করতে হবে। এ বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে গুলশান ট্রাফিক বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত