প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): মাদারীপুর জেলার শিবচরে এক ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে আবু বকর ফকির (৪০) নামের ইউনিয়ন শ্রমিক লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের দিন রোববার (২০ জুন) রাতে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ইউসুফ সরদারের সমর্থক এবং অপর প্রার্থী আজিজুল সরদারের সমর্থকদের মধ্যে ভোট চাইতে গিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় আজিজুল সরদারের সমর্থক মাদবরেরচর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ফকির ছুটে আসেন। উভয়ের মধ্যে হাতাহাতি হওয়ার একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবু বক্কর ফকির। ওই রাতে প্রথমে তাঁকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকার আজগর আলী মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ জুন) রাতে তাঁর মৃত্যু হয়। নিহত আবু বক্কর ফকির উপজেলার মাদবরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামের মৃত খালেক ফকিরের ছেলে।
নিহত আবু বক্কর ফকিরের ছোট ভাই কামাল ফকির জানান, 'রোববার রাতে ইউসুফ সরদারের লোকজনের সঙ্গে আজিজুল সরদারের লোকজনের কথা-কাটাকাটি হলে আমার ভাই বিষয়টি দেখতে সেখানে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন ছুরি দিয়ে পেটে আঘাত করে। আমার ভাইকে তাঁরা হত্যা করার উদ্দেশ্যেই আঘাত করে।'
৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য আজিজুল সরদার বলেন, 'আবু বক্কর আমার নির্বাচন করেছে। ওই দিন রাতে আমার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আবু বক্করকে আহত করে। প্রায় তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে সে মারা যায়।'
তিনি আরও বলেন, 'নির্বাচনের আগের রাতেই আমরা থানায় অভিযোগ করেছিলাম। মামলাও হয়েছে।'
মাদবরেরচর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক মুন্সী বলেন, 'আবু বক্করের মৃত্যুর খবর পেয়ে সকালেই তাঁর বাড়িতে এসেছি। এ বিষয়ে শিবচর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'
এদিকে প্রতিপক্ষ ইউসুফ সরদার এবং তাঁর সমর্থক কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁরা পলাতক রয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, 'এ মৃত্যুকে ঘিরে যেন নতুন কোনো সংঘাত সৃষ্টি না হয় সেজন্য ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহত আবু বক্করের ছোট ভাই কামাল ফকির বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
শিবচর (মাদারীপুর): মাদারীপুর জেলার শিবচরে এক ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে আবু বকর ফকির (৪০) নামের ইউনিয়ন শ্রমিক লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের দিন রোববার (২০ জুন) রাতে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ইউসুফ সরদারের সমর্থক এবং অপর প্রার্থী আজিজুল সরদারের সমর্থকদের মধ্যে ভোট চাইতে গিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় আজিজুল সরদারের সমর্থক মাদবরেরচর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ফকির ছুটে আসেন। উভয়ের মধ্যে হাতাহাতি হওয়ার একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবু বক্কর ফকির। ওই রাতে প্রথমে তাঁকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকার আজগর আলী মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ জুন) রাতে তাঁর মৃত্যু হয়। নিহত আবু বক্কর ফকির উপজেলার মাদবরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামের মৃত খালেক ফকিরের ছেলে।
নিহত আবু বক্কর ফকিরের ছোট ভাই কামাল ফকির জানান, 'রোববার রাতে ইউসুফ সরদারের লোকজনের সঙ্গে আজিজুল সরদারের লোকজনের কথা-কাটাকাটি হলে আমার ভাই বিষয়টি দেখতে সেখানে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন ছুরি দিয়ে পেটে আঘাত করে। আমার ভাইকে তাঁরা হত্যা করার উদ্দেশ্যেই আঘাত করে।'
৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য আজিজুল সরদার বলেন, 'আবু বক্কর আমার নির্বাচন করেছে। ওই দিন রাতে আমার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আবু বক্করকে আহত করে। প্রায় তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে সে মারা যায়।'
তিনি আরও বলেন, 'নির্বাচনের আগের রাতেই আমরা থানায় অভিযোগ করেছিলাম। মামলাও হয়েছে।'
মাদবরেরচর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক মুন্সী বলেন, 'আবু বক্করের মৃত্যুর খবর পেয়ে সকালেই তাঁর বাড়িতে এসেছি। এ বিষয়ে শিবচর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'
এদিকে প্রতিপক্ষ ইউসুফ সরদার এবং তাঁর সমর্থক কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁরা পলাতক রয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, 'এ মৃত্যুকে ঘিরে যেন নতুন কোনো সংঘাত সৃষ্টি না হয় সেজন্য ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহত আবু বক্করের ছোট ভাই কামাল ফকির বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে