Ajker Patrika

গৃহকর্মীকে নির্যাতনের পর নগ্ন অবস্থায় বাইরে দাঁড় করিয়ে রাখা সেই নারী কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৬: ২৮
গৃহকর্মীকে নির্যাতনের পর নগ্ন অবস্থায় বাইরে দাঁড় করিয়ে রাখা সেই নারী কারাগারে

১৩ বছর বয়সী কিশোরী গৃহকর্মীকে নির্যাতন করে নগ্ন অবস্থায় দরজার বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠা সেই নারী সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলা শহরের খড়মপট্টি এলাকা থেকে সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী কিশোরী সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বাসিন্দা মো. লিয়াকত আলীর মেয়ে। অভিযুক্ত সুমাইয়া আক্তার (৩৫) জেলা শহরের আলোর মেলা এলাকার বাসিন্দা মেরিন প্রকৌশলী রাজিবের স্ত্রী। তবে সুমাইয়া জেলা শহরের খড়মপট্টি এলাকায় থাকেন।

এদিকে আজ শনিবার দুপুরে পুলিশ ওই অভিযুক্ত নারী সুমাইয়াকে আদালতে সোপর্দ করলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাউসার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক। 

এর আগে গতকাল দুপুরে ভুক্তভোগী কিশোরীর চাচা বিল্লাল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এদিন রাত ৯টার দিকে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করে। 

মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর চাচা বিল্লাল মিয়া বলেন, ‘আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আমার ভাতিজিকে যে পরিমাণ অমানবিক নির্যাতন করেছে, তাতে সে এখনো ভয়ে আছে। আমার ভাতিজি হাসপাতালে চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে অনেক দিন লাগবে। আমরা ন্যায়বিচার চাই।’ 

ভুক্তভোগী ওই কিশোরী বলে, ‘গত বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পর্দার পাইপ দিয়া বাইরাইছে। পরে মুখ ধুইয়া আসার পর আমারে আবার মারছে। পরে আমার জামা-কাপড় খুইলা দরজার বাইরে নিয়া দাঁড় করাইয়া রাখছে। সকালে ভাত দিছে না। পরে দুপুরে বাবুরে (আসামির মেয়ে) কেন আপু আপু বলে ডাকি না, তাই আবার মারছে। দুপুরবেলাও ভাত দিছে না। পরে না কইয়া পেটের খিদায় আমি বাসা থেকে বাইর হইয়া গেছি। দুই দিন তিন দিন পরপর একটু কিছু হইলেই এইভাবে আমারে মারতো। শুনছি উনারে পুলিশ ধরছে। অহন জেলে গেছে। আমি খুশি আছি।’

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গতকাল রাত ৯টার দিকে বিল্লাল মিয়া বাদী হয়ে সুমাইয়া আক্তারের বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের মামলা দায়ের করেন। পরে রাত ২টার দিকে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত