নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সবুজবাগের বাসাবোতে চোর সন্দেহে হৃদয় (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, বাউন্ডারি টপকে সবুজ সংঘ ক্লাবের নির্মাণকাজের জিনিসপত্র চুরি করার জন্য ভেতরে যায় হৃদয়। এই অভিযোগে সেখানে দায়িত্বে থাকা ম্যানেজার, কনট্রাকটর ও কেয়ারটেকারসহ কয়েকজন মিলে তাঁকে আটক করে। এরপর হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পাই বাসাবো খেলার মাঠের বাউন্ডারি ভেতরে এক যুবককে মারধর করা হচ্ছে। পরে দ্রুত সেখানে গিয়ে হৃদয় নামের ওই যুবককে আহত অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তাঁর সমস্ত শরীরে পেটানোর আঘাত রয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
রাজধানীর সবুজবাগের বাসাবোতে চোর সন্দেহে হৃদয় (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, বাউন্ডারি টপকে সবুজ সংঘ ক্লাবের নির্মাণকাজের জিনিসপত্র চুরি করার জন্য ভেতরে যায় হৃদয়। এই অভিযোগে সেখানে দায়িত্বে থাকা ম্যানেজার, কনট্রাকটর ও কেয়ারটেকারসহ কয়েকজন মিলে তাঁকে আটক করে। এরপর হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পাই বাসাবো খেলার মাঠের বাউন্ডারি ভেতরে এক যুবককে মারধর করা হচ্ছে। পরে দ্রুত সেখানে গিয়ে হৃদয় নামের ওই যুবককে আহত অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তাঁর সমস্ত শরীরে পেটানোর আঘাত রয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪