ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় সম্পৃক্ততা পাওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা-পুলিশ। আজ বুধবার (২ নভেম্বর) ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
গ্রেপ্তারকৃত বাবলি আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এই মামলায় গ্রেপ্তারকৃত আরও চারজন হলেন, বরিশাল জেলার মুলাধি থানার গলই ভাঙা এলাকার মৃত কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার (৩৮), মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ (২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নুর ইসলামের ছেলে আরিফ (২২) ও ধামরাই থানার কাঁচারাজাপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (২৮)।
পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলাও করেন। এই গুরু চুরির মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরি যাওয়ার পর গ্রেপ্তার বাবলি আক্তারের হেফাজতে নেওয়া হতো এবং তাঁর হেফাজত থেকেই সব গরু বিক্রি হতো। এমন তথ্য নিশ্চিত হওয়ার পর ভোরে সাভারে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সাভার ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘গরু চুরির মামলার ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন নারী তিনি ছাত্রলীগের কোনো এক পদে আছেন। বাকি চারজনকে গ্রেপ্তার করতে করতে দুপুর হয়ে গেছে। তাই আগামীকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালের দিকে গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে পাঠানো হবে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধামরাইয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু গরু চুরি হলে এসব ঘটনায় মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়েই আমাদের সামনে উঠে আসে, বাবলি আক্তার গরুগুলো তাঁর হেফাজতে রেখে বিক্রি করতেন। পরে সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘তিনি আমাদের সংগঠনের। তবে আমি গ্রেপ্তারের বিষয়টি জানি না। কিন্তু অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় সম্পৃক্ততা পাওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা-পুলিশ। আজ বুধবার (২ নভেম্বর) ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
গ্রেপ্তারকৃত বাবলি আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এই মামলায় গ্রেপ্তারকৃত আরও চারজন হলেন, বরিশাল জেলার মুলাধি থানার গলই ভাঙা এলাকার মৃত কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার (৩৮), মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ (২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নুর ইসলামের ছেলে আরিফ (২২) ও ধামরাই থানার কাঁচারাজাপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (২৮)।
পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলাও করেন। এই গুরু চুরির মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরি যাওয়ার পর গ্রেপ্তার বাবলি আক্তারের হেফাজতে নেওয়া হতো এবং তাঁর হেফাজত থেকেই সব গরু বিক্রি হতো। এমন তথ্য নিশ্চিত হওয়ার পর ভোরে সাভারে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সাভার ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘গরু চুরির মামলার ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন নারী তিনি ছাত্রলীগের কোনো এক পদে আছেন। বাকি চারজনকে গ্রেপ্তার করতে করতে দুপুর হয়ে গেছে। তাই আগামীকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালের দিকে গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে পাঠানো হবে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধামরাইয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু গরু চুরি হলে এসব ঘটনায় মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়েই আমাদের সামনে উঠে আসে, বাবলি আক্তার গরুগুলো তাঁর হেফাজতে রেখে বিক্রি করতেন। পরে সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘তিনি আমাদের সংগঠনের। তবে আমি গ্রেপ্তারের বিষয়টি জানি না। কিন্তু অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫