রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ২ যুবক 

ঢামেক প্রতিবেদক
Thumbnail image

রাজধানীর গুলিস্তান ও মহাখালীতে দুই যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। আজ রোববার দুপুর ও সন্ধ্যায় এই ঘটনাগুলো ঘটে। অচেতন অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্টোমাক ওয়াশ করানো হয়েছে। 

ভুক্তভোগীরা হলেন সজল ঘোষ (৩৫) ও সাকিব রেজা ইমন (২৭)। 

সজলের ভায়রা ভাই জনি কুমার ধর জানান, সজলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায়। এলাকাতে তাঁর কাপড়ের ব্যবসা রয়েছে। আজ দুপুরে সে গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় দোকানের মালামাল কিনতে। পথে নারায়ণগঞ্জ মদনপুর নেমে সেখান থেকে দোয়েল পরিবহনের একটি বাসে ওঠেন। সেই বাসের ভেতর সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে বাসের স্টাফরা তাঁকে গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের রাস্তায় নামিয়ে রেখে যায়। মালামাল কেনার জন্য সজলের সঙ্গে থাকা ২ লাখ টাকা খোয়া গেছে। 

এদিকে ইমনের বড় ভাই হাসিব রেজা মুন্না জানান, ইমন মহাখালীতে ক্লিন অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইনচার্জ হয়েছে চাকরি করে। তাঁর বাসা সায়েদাবাদ। দুপুরে একটি কাজে দৈনিক বাংলা মোড়ে গিয়েছিল সে। সেখান থেকে বাসে করে অফিসে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। বাস চালক তাঁকে মহাখালী ডিওএইচএস এলাকায় নামিয়ে রেখে যায়। পরে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ স্বজনদের। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতলের জরুরি বিভাগে তাঁদেরকে স্টোমাক ওয়াশ করানো হয়। পরবর্তী চিকিৎসার জন্য তাঁদেরকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হলেও স্বজনরা তাঁদের দুজনকেই বাসায় নিয়ে গিয়েছে। তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাগুলো থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত